পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আর তার डों★ा তার করমচা-ডাল আঁচল ধরে, ভোমরা তারে পাগল করে, মাছ-রাঙা চার শীকার ভুলে, কুহরে পিক অনর্গল ; গঙ্গাজলী ভুরের ডোর বুকে অঁাকে দীঘির জল । আসতে দেখে ঘাটের পথে শিউলি ঝরে লাখে লাখে, জুয়ের বুকে নিবিড় সুখে প্রজাপতি কঁপিতে থাকে ! জলের কোলে ঝোপের তলে ক্টাচপোকা রং আলোক জলে, লুব্ধ ক’রে মুগ্ধ ক’রে বেী-কথা-কও কেবল ডাকে ; হালকা-বোট ফুলের বুকে প্রজাপতি কাপতে থাকে। সীথায় রাঙা সিঁদুর দেখে রাঙা হ’ল রঙন ফুল, সিদুর টিপে খয়ের টিপে কুচের শাখে জাগল ভুল ! নীলাম্বরীর বাহার দেখে রঙের ভিয়ান্‌ লাগল মেম্বে, কানে জোড়া ফুল দেখে তার ঝুম্কো-জবা দোলায় ফুল ; সরু সাধার সিদুর মেখে রাঙা হ’ল রঙন ফুল ! (R> কিশোরী