পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফাত্তনে মরতের বুকে রচি নন্দন, বনে বনে হরিতের ঢালি হুরি-চন্দন ; আকাশ-প্রদীপে চাহি মোরা কত গান গাছি, কবি-হৃদে অবগাহি লভি শ্লোক-বন্ধন । শুরু শারদ রাতে জোছনার সিন্ধু, মেঘের পদ্মপাতে মোরা মণি-বিন্দু । মেঘের ওপিঠে গুয়ে ধরণীরে দেখি কুয়ে, আঁখি জল পড়ে ভুয়ে স্তাখে চেয়ে ইন্দু। ভ{লবাসি এ ধরারে করি চুমা বৃষ্টি মৃত্যুর অধিকারে অমরত। স্বষ্টি ; সুখের কাদন শিখি মরমে লিখন লিখি ;— রেীদে-জলে ঝিকিমিকি হেনে যাই দৃষ্টি । శ్రీని