পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খেয়াল মোদের প্রভু, দেবতা অনঙ্গ, আমরা সছিন। তবু সত্যের ভঙ্গ ; আমরা ভাবের লতা, ভালবাসি ভাবুকত ; নাহি সহি নগ্নতা,— নিলাজের সঙ্গ । চির-যুব শূর বীর বিজয়ীর কুঞ্জে আমাদের মঞ্জীর মদালসে গুঞ্জে ; ভাবে যারা তন্ময় জানেনা মরণ ভয় তার লাগি আনি হয় রণ-ধূম-পুঞ্জে। ফুটে উঠি হাসি সম খড়গের ঝলকে, মোরা করি মনোরম মৃত্যুরে পলকে। উৎসবে দীপাবলী সনে মোরা নিবি জলি, মুরা সম উচ্ছলি চঞ্চল পুলকে । &6. दिङ्क९'