পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সৰুজ পরী সবুজ হয়ে উঠল যারা কোথাও তাদের আওতা নেই, চার দিকেতেই হাওয়ার খেলা আলোর মেলা চার দিকে স্ব-তন্ত্র সে বছর মধ্যে পান করে সে কিরণ মস্কে ; তরুণ বলেই স্থায় সে ছায়া গহন ছায়া দ্যায় গো সেই । সবুজ পরী । সমুজ পরী! তোমার হাতের হেম ঝারি সঞ্চারিছে শিরায় শিরায় সবুজ স্বরের সঞ্চারি ! সবুজ পার্থীর বাবুই-ঝণকে— দেখতে আমি পাই তোমাকে— ছাতিম পাতার ছাতার তলে—আঁখির পাতা বিস্ফারি' । সব জে তোমার দোবজাখানি—আলো ছায়ার সঙ্গমে জলে স্থলে বিশ্বতলে লুটায় বিভোল বিভ্রমে! সবুজ শোভার সারে গাম ছয় ঋতুতে না পায় থামা,— শরতে সে ষড় জে জাগে, বসন্তে মুর পঞ্চমে । সবুজ পরী! সবুজ পরী ! নিখিল জীবন তোমার যশ, আলোর তুমি বুক-চেরা ধন অন্ধকারের রভস-রস । রাম ধমুকের রং নিঙাড়ি । রাঞ্জাও ধরার মলিন শাড়ী ; মরুভূমির সব জী-বাড়ী নিত্য গাহে তোমার যশ । সবুজ পরী! সবুজ পত্নী ! নূতন স্বরের উদগীতা, গাথ তুমি জীবন-বীণায় যৌবনের জয় গাথা, ভরা দিনের তীব্র দাহে— অরণ্যানী যে গান গাহে— যে গানে হয় সবুজ বনে শুামল মেঘের জাল পাতা! بيوه