পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাব্য-সঞ্চয়ল টুটেছে রূপের বাস, জেগে আছে প্রেম, বেঁচে আছে চামেলি অমল 5 মরণে পুড়েছে খাদ, আছে শুধু হেম যাত্রীর চির-সম্বল, কামনা-আকুতি-হীন আছে প্রেম, ক্ষেম, অমলিন আছে আঁখি জল । রচিয়াছ রাজা-কবি ! কাহিনী প্রিয়ার, আঁখিজল-জমানো বরফসমতুল মৰ্ম্মর-কাগজ তুহার, জুনিয়ার মাণিক হরফ 5 বিরহী গেথেছ একি মিলনের হার ! কায়া ধরি’ জাগে তব তপ ! ভালোবাসা ভেঙে যাওয়া সে যে হাহাকার,— তার চেয়ে ব্যথা নাই, হায় ; প্রেম টুটিবার আগে প্রেমের আধার টুটে যাওয়া ভালো বনুধায় ; নিরাধার প্রেমধারা ভরি সংসার উছলি পরশে আমরায় । সে প্ৰেম অমর করে ধরার ধুলায়, সে প্রেমের রূপ অপরূপ, সে প্রেম দেউল রচি’ আকাশ-গুহায় জালে তায় চির-পূজা-ধূপ; সম্রাট! সেই প্রেম গ্রাণে তব ভায় মরলোকে অমৃত স-রূপ। ፃ8