পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উজল টুকরা তাজ চন্দ্রলোকের পড়েছে গো খসে জুনিয়ায়, এ যে মহা-মৌক্তিক দিগ বারণের মহাশোক-অস্কুশ-ঘার এসেছে বাহিরি,’–নিধি সৌন্দর্য্যের— প্রেমের কিরীটে শোভা পায় । মনো-যতনের সনে মণি-রতনের দিল বিয়া রাজা শাজাহান, পুণ্য-প্রতিমা পানে চাহিয়া তাজের কেটে গেল কত দিনমান, বিরহীর অবসান হ’ল বিরহের যেইক্ষণে টুটিল পরাণ । সাধক পাইল ফিরে সাধনার ধন, প্রেমিক পাইল প্রেমিকায়, হৃদয় হৃদয় পেল, মন পেল মন, কবরে মিলিল কায়ে কায় ; ঘটাইল বারে বারে নিয়তি মিলন জীবনে,—মরণে পুনরায় । গোলাপ ফোটে না আর,–গোলাপের বাস ছেথ তবুঘোরে নিশিদিন, আকাশের কামধেনু ঢালে স্মিত হাস শশির ক্ষীরধার ক্ষীণ ; মৌন হাওয়ায় পড়ে চাপা নিশ্বাস যমুনা সে শোনে তটলীন । ፃፃ