পাতা:কামিনী কুসুম নাটক.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক | S কুৎসাতে কাজ নাই। এক্ষণে আজই ছেলেটকে দেখে অাস স্থির রহিল । [সকলের প্রস্থান ।] - * দ্বিতীয় গর্ভাস্ক । খ্রীরামপুর ভোলানাথের বৈঠকখানা । (হেম ও তাহার বন্ধুদ্বয় আসীন ) সতীশ । স্থাছে হেম, তবে কাল ভোমায় দেখে গেল, একৃ জামিন টেকৃজামিন করেছিল কি ? হেম । উঃ ভাই, একৃজামিনের ঘটা দেখেকে ? প্রাণ ওষ্ঠাগভ আর কি ! তবে শৰ্ম্মা answer এতে পেছপাও হন নাই । সেজন্য সকলেই বড় খুসী। আর শুনলাম তাদে-- রও খুব মত হয়েছে। শ্বশুর মহাশয় কুড়িট টাকা দিয়া গেলেন । এখন father এর মত হলেই হয় । জ্ঞানেন্দ্র । তুইযে ভাই একেবারে আহলাদে আটখানা হয়ে ছিল । "গাছে না উঠতেই এক কাদি” এর পর বিবাহ হ’লে না জানি তারও কত হবে । ভাল ভাল । তারপর আর কোন কথা বার্তা হ'ল ? হেম । তার পর আমার father বল্লেন আগামী রবিবার দিন দেখভে যাবেন । অণর সেই দিনেই সব স্থির হবে । দেখলাম তার ও অনেকটা মত তাছে । সতীশ । কিন্তু ভাই, যাইবল, ভোমার father দেখতে গেলে