পাতা:কামিনী কুসুম নাটক.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

a কামিনী কুসুম | তোমার মনের মত হইল কি না কেমন ক’রে জানিতে পারবেন। হেম। কেন, তিনি কি দেখতে জানেন না ? জ্ঞানেন্দ্র । জানেন, কিন্তু “love is blind” লুভরাং তার দেখাতে ঠিক হওয়া বড় অন্যায়, কিবল সতীশ ? সতীশ । তার আর ভুল কি ! এরপর তোমার পছন্দ না হ'লে কি হবে । তিনি কি মিতে পারবেন, না ফিরিয়ে দিতে পারবেন ? তিনি এখন টাকার লোভে সব করতে পারেন, তাকে ত ভূগিভে হবে না ? জ্ঞা নেন । ই হে একথা সত্য, এমন case কখন কখন শুনতে পাওয়া যায়। আমার একজন brother in lawর বিবাহের সময় তিনি স্বয়ং দেখতে যান নাই ; আমার শ্বশুরই দেখে অাসেন । তার পর যে কত কাও, তা আর কি বলব। হেম । কেন, হয়ে ছিল কি ? জ্ঞানেন্দ্র । সে অনেক কাও, কত বলব, লাঞ্ছনার শেষ ।-- বিবাহের মাস কয়েকের পর যখন લૈ বোঁটী দ্বিরাগমমে শ্বশুরপৃহে আসিলেন, আমার শালা প্রত্যহ রাত্রে উহার স্ত্রীকে স্বরের বাহির করিয়া দিতেন । সে গরিব কোথায় কার কাছে যাবে, সেই ঘরের পার্থে দালানে তাদের কি শুষ্টয়া থাক্ষিত, এক দিন কাদিভে কাদিতে সেইখানে গেল। কেন কাদিতেছে, কেন আসিয়াছে, বি এই সমস্ত বারস্বার জিজ্ঞাসা করায়, সে বলিল “আমায় দেখতে পারে না, ভাই তাড়িয়ে দিয়েছে ।" পর দিন ঝি সক \s.