পাতা:কামিনী কুসুম নাটক.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.3 bo, কামিনী কুমুম। চতুর্থ গর্ভাঙ্ক । ভোলানথের বাট । - (হেম শয্যায়শয়ান ) হেম । কি আশ্চর্য্য, বাহা ভাবিতেছিলাম, তাহাই ঘটিল । আমার মত সৌভাগ্যশালী পুরুষ জ্বার জন্মগ্রহ করিয়াছে কি ? আহা, নলিনী কি মধুর নাম, এমন সুমিষ্ট, মনোহর নামত কখন শুনি নাই। যত উচ্চারণ করি, ততই তৃষ্ণার বৃদ্ধি হয়। কি চমৎকার রূপ, আমরি মরি!:--কিন্তু আমি কি নিৰ্ব্বোধ, যে দ্রব্য আমার নহে, আমার জন্য কেবল প্রস্তাবনা হইয়াছে, এখন হস্তগত হয় নাই ; সামান্য দ্রব্য হইলেও হস্তগত হইবার সস্তাবনা থাকিভ, পরের শিরোমণির জন্য এ বৃথা আশা কেন ? ইচ্ছা কেবল তুরাশা মাত্র। না—তাই বা কেন ; যার জন্য প্রাণ নিতান্ত ব্যাকুল হইয়াছে, মন উন্মত্তপ্রায় হইয়াছে, সে কি জামার হবে না ? তাহারও যেন বোধ হইল আমার প্রতি অনুরাগ আছে । তারে কি আমি পাব না ! তবে এ বৃথা জীবনে প্রয়োজন কি ? তাহলে আর গৃহে থাকিৰ নী, কেবল বনে বনে ফিরিব। যদি আশানুরূপ কাৰ্য্য করিতেই না পরিলাম, তধে অামাতে আর পশুতে । বিভেদ কি –প্রিয়স্তমে! তোমার নাম করিলে সৰ্ব্বাঙ্গ রোমাঞ্চিত হয়। উমি কি পাগল, লচ্ছঙ্গে কাহাকে