পাতা:কামিনী কুসুম নাটক.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 8 কামিনী কুমুম। নলিনী। মরণ জার কি ! স্থার বুক কোন কথা নাই। : দ্যাক সই, ওখানকার ঐ গোলাপটার কাছে ভ্রমরটা কেমন বেড়াচ্চে ! হেমলতা । "থার্থ ভাই বেশ দেখাচে। দ্যাক্ গোলাপট যেন ভ্রমরকে পেয়ে আহ্বাদে উন্মুক্ত হয়ে মধুদান কচ্চে জ্ঞার মাঝে মাঝে এক একবার লোক দেখানে মান করে মুখ ফেরাচ্চে। ভ্রমরটাও পূর্ণযৌবন ভাৰ্য পেয়ে ক্ষাপনাকে অদ্বিতীয় জ্ঞান করে মৃত্ন মধুর স্বরে গুণুগুণ করে গান কর্ভে কৰ্বে মধুপান কচ্চে। (মলিনীর চিবুক ধারণ পূৰ্ব্বক গীত । ) গীত ৭ ংলা-কাওয়ালী । প্তাই বলি জার ভেব না লো প্রাণ সই। মনোমত নিধি বিধি মিলাইনে ছুদিন ३ ।। ফুল্ল নলিনী যথা জলির পরশে । সুঞ্জের সলিলে ভাসয়ে সরসে, , রসের সাগরে ভাসিবে ব্লসম । পূর্ণ শশধরাছেরিয়া গগনে । চক্ৰোন্ধীযেমতি যুড়া জীবনে, । প্রেম স্বধাঁপানে যুড়াবে সুধামন্ত্রী। । নলিনী স্বামীরে ঘাই-কি বুঝাতেই এলেন!