পাতা:কামিনী কুসুম নাটক.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ কামিনী কুসুম । ব্রাহ্মণ লালায়িত । বিবাহে নাকি বেশ দশটাক খরচ করেছেন । লোক জন খাওয়ান, দেওয়ান, ঘটক, ব্রাহ্মণ, পশুিভ প্রভৃতি সকলকে উত্তম উত্তম তৈজস দিয়া বিদায় করেছেন। দেখলাম কন্যাটকে বেশ দশখানি অলঙ্কার, রূপার দান সামগ্ৰী, ছেলেটকে হার, ঘড়ি, ঘড়ির চোন এইরূপে বেশ দিয়েছেন । আর তাহার উপর আবার চারিহাজার টাকা পণ দিয়েছেন । দিন। সে কি জানেন, যার যেরূপ ক্ষমত। তিনি হ’লেন রলিতে কি, জমাদার লোক । তিনি যে দশ টাকা খরচ করবেন, তার অ্যর আশ্চৰ্য্য কি ? সকলে কি ত৷ পেরে উঠে । ঘটক । তাত বটেই গো । না—তাই বলচি ৷ কি জান, ব্যয় ভূষণ, যত কর ততই শোভা। । ভারাকালী। কথাই ভাই । ভোলানাথ । দেওয়া থোয়ী, দিন বাবু যা বলেন, ও যার যেরূপ ক্ষমতা। তরে কিছু কিছু দিতেই হয়। সুরেন্দ্র। চূড়ামণি মহাশয়, অনেক দিন হইতে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করিব করিব মনে করি, কিন্তু সাক্ষাৎ হয় না। কথাটী কি—আমাদের দেশেৱ সভ্য সমাজে আজ কাল যেরূপ বিবাহ প্রচলিত, ইহাকে কোন প্রথামত বল; যাইতে পারে ? ঘটক। কি বলিলে বুঝিলাম না । সুরেন্দ্র। কথাটা কি —আমাদের দেশে আছে নাi যাহ তাট প্রকার ;– ব্রাহ্ম, দৈর, তার্ষ্য, প্রাজাপত্ত},