পাতা:কামিনী কুসুম নাটক.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নলিনী । হেম । নলিনী । কেম { নলিনী । কামিনী কুসুম \9ఫి. পথিক ভিখারী আমি ভিক্ষ। মাঙিবারে । এসেছি অনেক পথ রাখ তব দ্বারে । অতিথির সেবা দেখ শাস্ত্রের বিধান । কি ভয় কাহারে , যদি পায় লো সন্ধান । কেমন পথিক তুমি কিব। ভিক্ষ কর । এখানে বা কি অণশীয কহুহে সত্বর ॥ প্রেমের ভিখারী অামি এসেছি হেথায় । জলিছে হৃদযনেল বিবহ ক্ষুধায় ॥ তোমার যৌবন পথে আমি লে। পথিক । মুষ্টি ভিক্ষণ মাত্রে তুষ্ট চাহি না অধিক । কেমন ভিক্ষুক তুমি বুঝিনু বিশেষ । দাসীর মিনতি এই বেখ হে প্ৰাণেশ ॥ স্বপ্নের অগম্য তুমি এখানে অলিবে । হৃদযেব ব্যথ। মোর সকলি জানিবে ॥ তাই বলি যেন নাথ ক’র না হে ঘুণ । অবল সরল বালা না জানি ছলনা ॥ কতু কি সস্তবে হেন জানন দায়িনি । অামি হে ভুজঙ্গ তুমি ভুজঙ্গের মণি ॥ হৃদয়ের সার মম অাদরেব ধন । প্রাণের অধিক তুমি নযল রঞ্জন । ভোমায় করিব ঘুণ কেমনে ভাবিলে । কে কবে না বা সে ভাল হৃদয় কমলে ॥ পরুষ পুরুষ জাতি সদা পক্ষপাতী । পাইলে যুবতী ভাল ফিরে যায় মতি ॥