পাতা:কামিনী কুসুম নাটক.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| কামিনী কুসুম من نN গেল । কেউ নেই— গী— ওগো একটু খুলে দাও । গেলুম, গেলুম, অtঃ– - চপল । দ্যাক্‌ ভাই বেী, বরট কি বেস্থায়। দ্যাকৃ। আজই যেন ওর মা'গের সঙ্গে আলাপ করা ফুরিয়ে গেল ! (মলিনীর প্রতি) তুইও না হয় যা ন ভাই । হেতুলে। ষে । হম। স্থাগা, তোমার। কি এখন তামাস মনে করিতেছ ? নিশ্বাস ফেলতে পারি না । ও বাবা, স্থাপিয়ে প্রাণ গেল ! ঙোমাদের দোষ নাই । ভোমরা বুঝিলে না, কি করি, তেছ। ভোমরা অজ্ঞান, ভোমরা মূখ। শিক্ষা পেংল. কখন এমন হত না । হায় রে সমাজ ! স্ত্রীশিক্ষা ল| fদঃ। কি ভয়ানক বিষবৃক্ষের বীজ রোপণ করিত্তেছ । বাব1. একবার দেখলে না । কাহার ও দয়া হল না। ওগে। তোমাদের পায়ে ধরি, লেপ খোলো, লেপ খোলে;. গেলুম-প্রাণ যায়। আর বাচি না, বাচ না-প্রাণ গেল । বাবা গোঃ, আর যে কথা কহিতে পারি না। তবে জার হ’ল না, আর হ'ল না । হার, হায়— নাংবে। চপলা, ছেড়ে দে ভাই, যখন অভ করে বলুছে. নিশ্চয়ই বড় কষ্ট হচ্চে"। চপল । তুইও যেমন ! দেখছি মা ও সব ঠাট । স্ত্র খাম; লেপ গায়ে দিলে কি মানুয বঁাচে না। শুনিস্ কেন ? হেমলতা ও নাৎবে । না ভাই, ছেড়ে দে । অত কঁাদচে, কি ছল হতে পারে? যাই হোকৃ, তুমি ছেড়ে দাও । চপলা । ভোর কেমন ধারা মেয়ে লা ? জানরা কি কিছু জানি না নাকি ? +