পাতা:কামিনী কুসুম নাটক.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক। চতুর্থ গর্ভাঙ্ক । হেমের মৃতদেহ শয্যায় শায়িত, নলিনী ও তাহার মাত পার্শ্বে আসীন । ভোলানাথ, দিন, তারাকাণী, উমাচরণ, পুলিশ- , ইনস্পেক্টর ও চার জন কনষ্টেবলের প্রবেশ । - ভোলানাথ। এখনও মৃত্যু হ’ল না। জীবিত থেকে এই সকল দেখতে হ’ল । বাপ রে আর যে ল হা হয় না । ভারাকালী। ছিঃ ভোলানাথ বাবু, এখন কি বাদুবার সময়, ক্ষান্ত হউন । চিরকালই ভ বাদুতে হবে। দিন। আর কেন, আর কত দেখব – পুঃ ইঃ । আপনারা এত অধিক কাতর হইবেন না। এক্ষণে কাতর হওয়া উচিত নহে । তবে ৰে সৰ্ব্বনাশ, এতে কাতর না হইয়াও থাকা যায় না। আপনাদের ত হবেই, আমি যে আর দেখিতে পারি না । দেখে যে বুক ফেটে যায়। আর যে দেখা যায় না । ভাই, ধন্য তুমি বিবাহ করিলে, ধন্য পৃথিবীতে নাম র:খিলে । ভাইরে, তোমার মক্ত বিবাহ যেন লোকে স্ত্ৰ মঞ্চস্মাস্তরে যুগযুগান্তরেও ন। করে। ত:জ কোথায় {{সাং করিয়া সানন্দে গৃহে