পাতা:কাশীদাসী মহাভারত.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্তন-যুগ-শোভিত মুকুতা হারে।।

 হেথা রাজমন্ত্রী সব সৈন্যগণ লৈয়া।
 ভ্রময়ে সকল বন রাজা না দেখিয়া।।
 পর্ব্বত উপরে তবে দেখে নরবর।
 পড়িয়াছে অজ্ঞানে মোহিত কলেবর।।
 শীতল সলিলে অঙ্গে সিঞ্চে মন্ত্রীগণ।
 ধরি বসাইল সবে করিয়া যতন।।
 চৈতন্য পাইয়া রাজা চারিদিকে চায়।
 মন্ত্রিগণ দেখি কিছু না বলিল রায়।।
 কন্যার ভাবনা বিনা অন্য নাহি মনে।
 বিদায় করিল রাজা সব সৈন্যগণে।।
 উর্দ্ধপদে অধোমুখে সদা উপবাসে।
 একচিত্তে তপ করে সূর্য্যের উদ্দেশ্যে।।
 তবে চিত্তে অনুমানি রাজা সংবরণ।
 পুরোহিত বশিষ্ঠেরে করিল স্মরণ।।
 আইল বুশিষ্ঠ মুনি রাজার সদনে।
 রাজার দেখিয়া ক্লেশ চিন্তে মুনি মনে।।
 তপতী কারণে তপ তপন-সেবনে।
 জানি মুনিরাজ চিত্তে ভাবিল তখন।।
 অন্তরীক্ষে উঠি গেল আকাশমণ্ডল।
 দ্বিতীয় ভাষ্কর-তেজ যাঁর তপোবল।।
 কৃতাঞ্জলি করি সূর্য্যে করিল প্রণাম।
 সবিনয়ে জানাইল আপনার নাম।।
 ভাষ্কর বলেন মুনি কহ সমাচার।
 কোণ্ প্রয়োজনে এলে আলয়ে আমার।।
 কোন্ কার্য্য অভিলাষ বলহ আমারে।
 দুষ্কর হইলে তবু তুষিব তোমারে।।
 প্রণমিয়া বশিষ্ঠ কহেন পুনর্ব্বার।
 মম এই নিবেদন তোমার গোচর।।
 ভরত-বংশের রাজা নাম সংবরণ।
 রূপে গুণে অনুপম বিখ্যাত ভূবন।।
 তোমার ভজনে রাজা বড় অনুগত।
 চিরকাল সংবরণ তোমাতেই রত।।
 তাহার বরণ হেতু তোমার তনুজা।
 তপতী নামেতে সেই সাবিত্রী অনুজা।।
 অযোগ্যা না রাজা উর্ব্বীতে প্রধান।
 এই হেতু যেই আজ্ঞা করহ বিধান।।
 ভাষ্কর বলেন তুমি মুনির প্রধান।
 ক্ষত্রেতে নাহি কেহ সংবরণ সমান।।
 তপতী সমান কন্যা নাহিক তুলনা।
 তিন স্থানে শ্রেষ্ঠ যে তোম্রা তিন জনা।।
 তোমার বচন আমি না করিব আন।
 তপতী কন্যায় দিব সংবরণে দান।।
 এত বলি কন্যা লৈয়া কৈল সমর্পণ।।
 কন্যা লৈয়া মুনিরাজ করিল গমন।
 তপতী দেখিয়া তপ ত্যাজি নৃপবর।
 বশিষ্ঠকে স্তব করে করি যোড়কর।।
 তবে ঋষি দোঁহাকারে পরিণয় দিল।
 রাজারে রাখিয়া মুনি নিজাশ্রমে গেল।।
 বশিষ্ঠের লৈয়া আজ্ঞা সেই মহাবনে।
 তপতী লইয়া ক্রীড়া করে সংবরণে।।
 যেই বৃদ্ধ মন্ত্রী ছিল রাজার সংহতি।
 তাঁরে রাজ্যভার দিয়া পাঠায় নৃপতি।।
 বিহার করয়ে রাজা পর্ব্বত উপরে।
 তপতী সহিত ক্রীড়া দ্বাদশ বৎসরে।।
 তথায় রাজার রাজ্যে অনাবৃষ্টি হৈল।
 দ্বাদশ বৎসর ইন্দ্র বৃষ্টি না করিল।।
 বৃক্ষ আদি যত শষ্য গেল ভষ্ম হৈয়া।
 পশু পক্ষী আদি প্রাণী মরিল পুড়িয়া।।
 দুর্ভিক্ষ হইল রাজ্যে হয় ডাকাচুরি।
 একেরে না মানে অন্যে সত্য পরিহরি।।
 কুটুম্ব বান্ধবগণে কেহ নাহি সয়।
 সকল মনুষ্যগণ হৈল শবপ্রায়।।
 হাহাকার রব বিনা অন্য নাহি শুনি।
 দেশান্তরে গেল লোক পরমাদ গণি।।
 রাজ্যের এতেক কষ্ট রাজা নাহি জানে।
 আইলেন বশিষ্ঠ সে দেশে কতদিনে।।
 রাজ্যভঙ্গ দেখিয়া চিন্তিত মুনিবর।
 রাজারে আনিতে যান পর্ব্বত উপর।।
 বার্ত্তা পেয়ে অনুতাপ করিল রাজন।
 তপতী সহিত দেশে করিল গমন।।
 দেশে আসি যজ্ঞদান করে নৃপবর।
 তবে বৃষ্টি করিলেন দেব পুরন্দর।।