পাতা:কাশীদাসী মহাভারত.djvu/২৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্থপ্রসজাং জৰদনাং করুণাঞ্জ-নিজান্তরাং । বনপৰ্ব্ব । ] woGo S. ইরর সংবাদ মোরে যেই আসি দিবে। প্রণাম করিয়া দ্বিজে বিদায় করিল । নিশ্চয় জানিও সেই ভৈমীকে কিনিবে ॥ স্বদেব ব্রাহ্মণে ডাকি বৈদর্ভ বলিল ॥ -ബ -মঃ স্ত্রীর পুনঃ স্বয়ম্বর শ্রবণে ঋতুপর্ণ রাজার বিদর্ডদেশে গমন এবং নলের দেহু হইতে কলি ত্যাগ। তবে বহুদিনেতে পর্ণাদ নামধর । দময়ন্তা নিকটে কহিল দ্বিজবর ॥ ভ্ৰমিলাম বহুরাজ্য কত লব নাম । ঋতুপর্ণ নামে রাজা অযোধ্যায় ধাম ॥ যেমত বলিলা তুমি শুনাইমু তায় । ন করিল প্রত্যুত্তর ঋতুপর্ণ রায় ॥ সভায় বসিয়া রাজা করিল শ্রবণ । শুনিয়। ন কৈল কিছু রাজমন্ত্রিগণ ॥ বাহুক নামেতে এক রাজার সারথি । বিন; অগ্নি করে পাক বিকৃতি আকৃতি ॥ শুনিয়; সে মুহুমুহু করিল ক্ৰন্দন । কুশল তোমার জিজ্ঞাসিল পুনঃ পুনঃ ॥ পশ্চাতে আমারে সেই করিল উভর । ”কুল স্ত্রীর ধৰ্ম্ম এই শুন দ্বিজবর ॥ সত সধবা পতিব্ৰত। নারা বলি তারে । কদfচ পতির দোষ প্রকাশ না করে । ম্প কব ধনহীন হয় যদি পতি । অধৰ্ম্ম অসৎকৰ্ম্ম করে নিতি নিতি ॥ সতনার পতিদোষ কথন না ধরে । স দোষ ঢাকিয়া পুনঃ গুণ ব্যক্ত করে ॥” শুনি তার বাক্য আইলাম শীঘ্ৰগতি । করহ উপায় যেই মনে লয় মতি ॥ এত শুনি দময়ন্ত অশ্রুপূর্ণমুখী । কহিল, সকল কথা জননীরে ডাকি ॥ শুন গে। জননি মম হিত যদি চাও । ৪দেবেরে একবার অযোধ্য। পাঠাও ॥ পর্ণদেরে কহে দিয়া বহু রত্ন গ্রাম । নিজ গৃহে দ্বিজ গিয়া করহ বিশ্রাম ॥ যে করিলে তুমি তাহ কেহ নাহি করে । নল এলে যাহা বাঞ্ছা দিব তা তোমারে ॥ - যাও বিপ্র অযোধ্যা নগরে একবার । অসময়ে আমার করহ উপকার ॥ এই পত্র দাও গিয়া ঋতুপর্ণ প্রতি । বিশেষিয়া রাজারে করাও অবগতি ॥ দময়ন্তী ইচিছল দ্বিতীয় স্বয়ম্বর । যতেক নৃপতি গেল বিদর্ভ নগর ॥ বহুদিন হইল স্বয়ম্বরের আরম্ভ । যাহ যাহ দ্রুত যাহ ন কর বিলম্ব ॥ যদি রাজা বলে তার স্বামী নল ছিল । ইহ। তবে কহিবা না জানি কোথা গেল ॥ জীয়ে বা ন জীয়ে নল না পাইল বার্তা । সে কারণে বৈদভী ইচিছল অন্য ভর্তা ॥ এত শুনি চলিল স্বদেব দ্বিজবর । কতদিনে উপনীত অযোধ্যানগর ॥ কহিয়া ভৈমীর কথা পত্ৰখানি দিল । পত্র পেয়ে ঋতুপর্ণ বাহুকে ডাকিল ॥ অশ্বতত্ত্ব জান তুমি সর্ববলোকে জানে । বিদৰ্ভ যাইতে কি পারিব রাত্রিদিনে ॥ আজি নিশা প্রভাতে উদয় তিমিরান্তে । , ভীমপুঞ্জা ভৈমী বরিবেক অন্য কান্তে ৷ এত শুনি নল রাজা হইল বিস্মিত । দময়ন্ত করে হেন কৰ্ম্ম কদাচিত ॥ মুহূৰ্ত্তেক নিজ চিত্তে করিয়া ভাবন । নিশ্চয় জানিল। এই মিথ্যা প্রবঞ্চন ॥ কোন স্ত্রী এমন নাহি করে কোন দেশে । তনয় তনয়! তুই আছয়ে বিশেষে । সতী সাধবা দময়ন্তী ভক্তি যে আমায় । আমার কারণ হেন করিছে উপায় ॥ অসৎকৰ্ম্ম দ্যুতে আমি পাশলাম বনে । র্তেই আমি মন্দভাম শুনিমু শ্রবণে ॥ মিথ্যা কথা ঋতুপর্ণ সত্য করি জানে । সত্য কিম্ব মিথ্যা গিয়া জানিব সেখানে ॥ এত চিন্তি নরপতি করিল উত্তর । নিশাকালে লব রথ বিদর্ভ নগর ॥