পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@Nఆ তদঙ্গ সম্ভবৈঃ পত্ৰৈঃ গুলাম খরি | [ अशडांद्रड। তাহার নন্দন মহারথ ভগীরথ । যার যশ-কপূরে পূরিল ত্রিজগৎ ॥ কপিলের কোপানলে দগ্ধ পিতৃগণ । লোকমুখে শুনিয়া চিস্তিত রাজন ॥ মন্ত্রীরে করিয় রাজা রাজ্য সমপৰ্ণ । গঙ্গার উদেশে গেল দিলীপ-নন্দন ॥ গঙ্গাবতরণ ও সগর-সন্তানগণের উদ্ধার । হিমালয়ে গিয়া মহাতপ আরম্ভিল । কঠোর তপেতে সব তপস্বী তাপিল ॥ ফলাহার পত্রাহীর কৈল বা তাহার । অনাহারে তপ কৈল অস্থিচৰ্ম্মসার ॥ দেবমানে তপ কৈল সহস্ৰ বৎসর। তপে তুষ্ট গঙ্গা আইলেন দিতে বর ॥ গঙ্গা বলিলেন রাজা কেন তপ কর । প্রীত হইলাম আমি মাগি লহ বর ॥ জাহ্নবীর বাক্য শুনি হৈল হৃষ্টমন । করযোড়ে কহিলেন দিলীপ-নন্দন ॥ কপিলের কোপানলে দগ্ধ পিতৃগণ । র্তা সবার মুক্তি হেতু করি আরাধন ॥ যাবৎ তোমার জল ন হয় সেচন । তাবৎ সদগতি ন পাইবে পিতৃগণ ॥ তোমার চরণে এই করি নিবেদন । উদ্ধার করহ মাতা মম পিতৃগণ ॥ যদি কৃপা করিলা গে৷ মাগি তব পায় । আপনি তথায় গিয়া উদ্ধার সবায়ু ॥ গঙ্গা বলে তব প্রীতি যাইব তথায় । মম বেগ সহে হেন করহ উপায় ॥ গগন হইতে চু্যত হইব যখন । মম বেগ সহে হেন নাহি অন্যজন ॥ এত শুনি ভগীরথ করিল গমন । কৈলাস শিখরে শিবে করিল স্তবন ॥ তপস্তাতে হইলেন তুষ্ট দিগম্বর । গঙ্গা ধরিবারে ভগীরথ মাগে বর ॥ নিজ ইষ্ট জানি তুষ্ট হয়ে মহেশ্বর। প্রীতিতে বলেন চল যাব নৃপবর a | l হিমালয় পৰ্ব্বতে কহেন উমাপতি । T আনহু কোথায় আছে তব হৈমবতি ॥ ভববাক্যে ভগীরথ গঙ্গা চিন্তা করে । জানিলেন ব্রহ্মলোকে গঙ্গা তা অন্তরে ॥ আকাশ হইতে গঙ্গা দেখি শূলপাণি। পড়িবেন হরশিরে করি ঘোর ধ্বনি ॥ মকর কুম্ভীর মীন পূর্ণ মহাজলে । মুক্তামাল শোভে যেন চন্দ্রচূড় গলে ॥ শিবশির হৈতে গঙ্গা হৈলেন ত্রিধারা । একধারা আসিয়া পড়িল বম্বন্ধর ॥ স্বগেতে যে ধারা তার মন্দাকিনী খ্যাতি । মর্ত্যে অলকানন্দ পাতালে ভোগবত ॥ ভগীরথ প্রতি বলিলেন ভাগীরথী । তোমার কারণ আমি আইলাম ক্ষিতি ॥ পিতৃগণ তোমার আছয়ে কোন দিকে । কোন পথে যাইব চলহু মম আগে ॥ আজ্ঞামাত্র আগে যান দিলীপনন্দন । কলকল শব্দে গঙ্গ চলিল তখন ॥ হিমালয় পৰ্ব্বতে হইল উপনীত । পথ না পাইয় গঙ্গা হুইল ভাবিত ॥ অতঃপর ঐরাবতে কর রাজা ধ্যান । নতুবা কেমনে বল হইবে পয়াণ ॥ গঙ্গাবাক্যে ঐরাবতে করিলেন স্তুতি । স্তবে তুষ্ট হইয়া আইল গজপতি ॥ রাজা বলে মহাশয় নিস্তার এ দায় । গিরি বিদারিয়া পথ দেহ গঙ্গা মায় ॥ শুনি করী দুষ্টমতি বলিল রাজারে । পথ করি দিতে পারি যদি ভজে মোরে কর্ণে হাত দিয়া রাজা আইল সত্ত্বর | ছলেতে জানায় সব পশুর উত্তর ॥ যাও বাছা ভগীরথ কহিবে করীরে । বেগে দাণ্ডাইলে আমি ভজিব অচিরে । মাতঙ্গ নিকটে গিয়া বলে ভগীরথ । শুনি করী শীঘ্ৰগতি করি দিল পথ ॥ গিরিখণ্ড করি দন্তে টানিয়া ফেলিল । মহাবেগে মহাখায় গমন করিল a --مـمـیـہ