পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নপৱ। তথা কুরু পবিত্ৰান্সি কলেীমলবিনাশিনি। JNజలి সম্মুখে পড়িয়া হস্তী ভাসিয়া চলিল । আছাড়ে বিছাড়ে তার প্রাণমাত্র ছিল ৷ হুব করে গজবর ত্রাহি ত্ৰাহি ডাকে । বলে মাগো পশু আমি কি কব তোমাকে ॥ ভাগীরথী দয়া করি রাখিল জীবন। প্রাণভয়ে ঐরাবত পলায় তখন ॥ বেগেতে চলিল গঙ্গা আনন্দিত মনে । উপনীত হৈলা জহ্ন মুনির সদনে ॥ দেখিয়া গঙ্গারে মুনি করিলেন পান । গঙ্গা না দেখিয়া রাজা হৈল হতজ্ঞান ॥ মুনিবরে স্তব করে কাতর অন্তরে । তুষ্ট হয়ে মুনিবর গঙ্গা দিল পরে ॥ চিরিয়া আপন হাটু বাহির করিল। জাহ্নবী হইল নাম, সৰ্ব্বত্র ঘোষিল ॥ কলকল শবেদ হয় গঙ্গার পয়াণ । কত শত লোক তরে নাহি পরিমাণ ॥ তাহ দেখি হরষিত দিলীপ-নন্দন । বেগেতে আইল গঙ্গা কপিল সদন ॥ মথায় আছিল ভস্ম সগর-সন্তান । পরশে পরম জল বৈকুণ্ঠে প্রস্থান । পিতৃগণ মুক্তি দেখি আনন্দ অপার । প্রণাম করিয়া নাচে দিলীপ-কুমার ॥ ভগীরথ হৈতে সমুদ্রেতে হৈল জল । ম’হ জিজ্ঞাসিলে রাজা কহিনু সকল । মহা ভারতের কথা অমৃত-সমান । কাশীদাস বিরচিল সগর-আখ্যান ॥ পরশুরামের দর্পচূর্ণ। লোমশ বলেন এই মহাতীর্থ স্থান । পরশনে হয় তার বৈকুণ্ঠে প্রস্থান ॥ পূর্ণ গঙ্গা এই স্থানে বিন্দুসর নাম । যেই স্থানে হতবীৰ্য্য হইলেন রাম ॥ যুধিষ্ঠির কছিলেন কহ তপোধন । হইলেন হতবীৰ্য্য রাম কি কারণ ॥ লোমশ বলিল পূর্বে নাম দাশরথি । বিষ্ণু-অংশে চারি ভাই রঘুকুলপতি ॥ লক্ষী অংশে জন্মিলেন জনক-নন্দিনী ॥ র্তাহার বিবাহে পণ কৈল নৃপমণি ॥ ধূর্জটির ধনুভঙ্গ যে জন করিবে । তাহারে আমার কন্যা জানকী বরিৰে ॥ দেশে দেশে বার্তা দিল জনক রাজন । বিশ্বামিত্ৰ স্থানে রাম করেন শ্রবণ ॥ যজ্ঞরক্ষা করিলেন রাক্ষস মারিয়া । সীতা লভিলেন রাম ধনুক ভাঙ্গিয় ॥ সীতা ল’য়ে যান রাম অযোধ্যানগর । পথেতে ভেটিল কুলান্তক ভূগুবর ॥ দুৰ্জ্জয় ধনুক বামে দক্ষিণে কুঠার । পৃষ্ঠে শর তৃণ তার শিরে জটাভার ॥ দুই চক্ষু রক্তবর্ণ প্রকাণ্ড শরীর । কর্কশ বচনে কহে চাহি রঘুরীর ॥ জীর্ণ ধনু ভাঙ্গি তোর এত অহঙ্কার । সীতারে লইয়া যাস অগ্ৰেতে অfমার ॥ না জানিস ভূগুরাম ক্ষত্রিয় কোঙর । ক্ষণেক ত্তিষ্ঠহ বুঝি পরাক্রম তোর ॥ তিন সপ্তবার ক্ষত্র করেছি নিধন । নিক্ষত্র করিয়া ধরা, করেছি তপণ ॥ এত বলি দুৰ্জ্জয় ধনুক দিল ফেলি । দিলেন ধনুকে গুণ রাম মহাবলী ॥ রাম বলিলেন জমদগ্নির নন্দন । ধনুকেতে গুণ দিলু কি করি এখন ॥ ইহা শুনি ভূগুপতি দিল দিব্য শর। শর সহ বিষ্ণুতেজ লি রঘুবর ॥ আকৰ্ণ পূরিয়া ধনু কহে দী-পুর্থী । কোথায় মারিব অস্ত্ৰ কহ ভগুপতি ॥ ব্ৰাহ্মণ বণের গুরু মম বধ্য নহ । অব্যর্থ আমার অস্ত্র কোথা মারি কহ ॥ স্তুতি করি বলিলেন ভূ গুর কুমার । । অস্ত্ৰ মারি স্বৰ্গপথ রুদ্ধহ r;"মrর ॥ একবাণে স্বৰ্গরোধ করেন তাহার । পরশুরামের গেল যত অহঙ্কার । মুনি বলে কছিলাম রামের আখ্যান। কাশীদাস বিরচিল শুনে পুণ্যবান ॥