পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বনপৰ্ব্ব । ] মতান্তরে প্রণাষ-অখণ্ডমণ্ডলাকায়ং ব্যাপ্তং যেন চরাচরং। - ৩৭৫ সহিত যাইবে তুমি জানাবে সকল । এথমে যাইবে যত দেবতার স্থল ৷ সপ্তস্বর্গে নিবাস করয়ে যত জন । দেবতা গুহ্যক সিদ্ধ গন্ধৰ্ব্ব চারণ ॥ জামার পরম শক্র কহিবে অহর । গওয়াতে পথভ্রমে যাইবে সে পুর ॥ rেiানয় বিরোধ পার্থ অবশ্য করিবে । অৰ্জুনের বাণে দুষ্ট সংহার হইবে । এম এ হুইলে তবে ঘুচিবে অনৰ্থ। সঙ্গরূপে সাধ কাৰ্য্য না জানিবে পার্থ ॥ শুনিয়া মা তলি বলে যে আজ্ঞা তোমার । এরূপ হইলে হবে অসুর সংহার ॥ a; তা-রে বিদায় করিল স্বরমণি । কেনমতে গল ক্লিন প্রভাত রজনী ॥ উঠিয় আনন্দমতি সহস্ৰলোচন । nি • 1নয়মিত কৰ্ম্ম করি সমাপন ॥ বপিয়ু সভার মাঝে সহস্ৰলোচন । ম: হ’ল আসিয়া অগ্রে করে নিবেদন ॥ cইনকালে উপনীত পার্থ ধনুৰ্দ্ধর । নিজ পাশে বসাইল শচীর ঈশ্বর ॥ eশংসা করিয়া অঙ্গে বুলাইয়। হাত । কহিল পার্থের প্রতি ত্রিদেবের নাথ ॥ শুন পুত্ৰ স্ব কার্য্য সাধিলা নিজগুণে । এত দিন বিলম্ব হইল সে কারণে ॥ - -দখি তোমার মুখ ধৰ্ম্মের তনয় । চিন্তাযুক্ত রহিয়াছে মম মনে লয় ॥ অতঃপর বিলম্বিতে নাহি কিছু কাজ । শত্ৰগতি ভেটিতে উচিত ধৰ্ম্মরাজ ॥ ধর্থ আরোহণ করি মাতলি সংহতি । ধ:{স বিভব দেখি এস শীঘ্ৰগতি ॥ আজ্ঞা পেয়ে আনে রথ মাতলি সত্ত্বর । ইহেরে প্রণাম করি পার্থ ধনুৰ্দ্ধর ॥ ইসতল হইয়া ধনুৰ্ব্বাণ লৈয় ছাতে । গোবিন্দ বলিয়া বার চড়িলেন রথে । মাউলি চালায় রথ অতি বিচক্ষণ । পৰম অধিক বেগে রথের গমন ॥ ক্রমে ক্রমে দেখে যত অমর-আলয় । নন্দনকাননে যান বীর ধনঞ্জয় ॥ দেখিয়া বনের শোভা পরম কৌতুকে । দিন কত তথায় বঞ্চিল হেন সুখে ॥ তথা হৈতে গেল পার্থ গন্ধর্বের পুরী । দেখিল নিবসে মত কৌতুক বিহারী ॥ নৃত্য গীত আনন্দিত সবাকার মন । সমান বয়স বেশ বৈসে যত জন ॥ হেনকালে কিন্নর অপসর আদি যত । ভ্রমণ করেন পাপ চালাইয়। রথ ॥ যথাক্রমে সপ্তম্বৰ্গ দেখিয়া সকল । আনন্দে বিহালচিত্ত পার্থ মহাবল ॥ আপনারে সাধুবাদ ক{<লেন মনে । ধন্য আমি এত সব দে গনু নয়নে ॥ তবে ত মাতলি গেল সমের ভবন । নানা কাৰ্য্য দেখিলেন কুন্তীর নন্দন ॥ ধৰ্ম্মর সভা কৰ্ম্মের বিচার । পুণ্যবন্ত সুখে আছে &৪:প পাপাচার । 7 م عيه -ة تتg বেলেগ পুণ্যবন্ত লোক যত দিব্য সিংহাসনে । করিছে বিবিধ ভোগ আনন্দ বিধানে ॥ পাপীর কন্টের কথা কহনে না যায়। প্রহার করিয়৷ তারে নরকে ডুবায় ৷ মহাপাপ যত জন পড়িয়া নয়, ক । কৃমির কামড়ে পাপী পরিত্রাহি ডাকে ॥ দেখিয়া বিস্মযাপল পাণ্ডুর নন্দন । মাতলি জানিয়া তবে ৮রুিল গমন ॥ চোরের নিদয় ম:থা নাহি প্রয়োজন । ইন্দ্রকার্য্যে জলে , ম মাতলির মন ॥ সপ্তস্বর্গ ছিল যত শৰ । অৰ্জ্জনে দে :ায় যত দৈত্যগণ-দেশ ।

}৭থা কবচ দৈতেja - - ঈ ও &নের যুদ্ধ এপং দৈত্যের সবংশে frপন : ইন্দ্র বাক্য মনে করি মাতলি পরিথি । দৈত্যের দেশতে তবে দায় দ্রুতগতি ॥