পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\నిఫె6 দ্রুপদনীন্দনী কৃষ্ণ করিলে ভোজন। কিঞ্চিৎ মাগিলে নাহি পায়ু কোনজন ॥ প্রতিদিন হেনমতে ভুঞ্জায় সবায় । দশদণ্ড নিশাযোগে নিজে কিছু খায় ॥ সেইকালে তথায় যাইবে মুনিরাজ । ংহতি করিয়া যত শিষ্যের সমাজ | দ্ৰৌপদার ভোজনান্তে যাবে সেই স্থানে । সেবায় নহিবে স্বFম ভাই পঞ্চজনে ॥ দোষ দেখি মহামনি দিবে ব্রহ্মশাপ । মরিবে পাণ্ডব-বংশ ঘুচিবে সন্তাপ ॥ তোমা সবাকণর মনে না জানি কি লয় । মুনিরাজে কহিব কর্তব্য যদি হয় ॥ " এতেক কহিল যদি রাজ দুর্য্যোধন । সাধু সাধু প্রশংসা করিল সৰ্ব্বজন ॥ সবে বলে মহারাজ সে আজ্ঞা তোমার । করিলে মন্ত্রণ। এই সংসারের সার ॥ আর দিন দিনান্তরে বসি মুনিরাজ । নিকটে ডাকিয়া যত কৌরব-সমাজ ॥ ছিত উপদেশ আর মধুর উত্তর । দুৰ্য্যোধনে সম্বোধিয়া কহে মৃলিবর ॥ শুন রাজা ভুবনে ভরিল তব যশ । তোমার সেবায় বড় হইলাম বশ । ইষ্টবর মাগি লহ মম বিদ্যমান । বিদায় করন্থ শীঘ্ৰ যাই যথা স্থান ৷ মুনির বষ্টন শুনি রাজা দুৰ্য্যোধন । গদগদভাষে কহে মধুর বচন ॥ ধন ধৰ্ম্ম দান দারা পুত্র বৈভব বিপুল ! কেবল তোমার মাত্র আশীৰ্ব্বাদ মূল ॥ পরিপূর্ণ আছে সৈন্য রাজ্য অধিকার । কেবল রহক মতি চরণে তোমার ॥ আর এক নিবেদন শুন মহাশয় । কহিতে সঙ্কোচ করি কৃপা যদি হয় ॥ যথায় কাম্যক বনে পাণ্ডুর তনয় । ংহতি করিয়৷ তথা শিষ্য সমুদয় ॥ উত্তীর্ণ হইবে যবে দশদণ্ড নিশি । হেনকালে অতিথি হুইবে মহাঋষি । মাতগঙ্গে ত্বয়ি যে ভক্তঃ । " কিলতং দ্রষ্ট,ং ন যম শক্তঃ । [ মহাভারত । i l | ভক্তিভাব বুঝিয়া জানিবে তার মন । সবে বলে ধৰ্ম্মবন্ত পাণ্ডুর নন্দন ॥ পূজা করে দেব-দ্বিজ ভক্তি অতিশয় । সেই কথা পরীক্ষা করিতে যোগ্য হয় ॥ সকালে সকল দ্রব্য হয় উপস্থিত । রন্ধন করেন কৃষ্ণ নিত্য নিয়মিত ॥ ভোজন করেন যত নিযুক্ত ব্রাহ্মণ । . তাহার মধ্যেতে যদি হয় লক্ষ জন ॥ নানা দ্রব্য পরিপূর্ণ থাকে সে সময় । অনামাসে খায় তথা যত লোক যায় ॥ অভক্তি ভক্তির ভান না হয় বিদিত । সে কারণে কালাতীতে যাইতে উচিত ৷ দশদণ্ড রজনী উত্তীর্ণ হবে যবে । পাক সমাপন করি যাজ্ঞসেনী খাবে ॥ শয়নের উদ্যোগ করিবে সৰ্ব্বক্ষণ । সেইকালে যাইবে সহিত শিষ্যগণ ॥ আর যদি মধ্যাহ্নকালের অনুসারে। ঘে জন করয়ে ভক্তিভােব বলি তারে ॥ সন্দেহ ভাঙ্গিতে ইথে তোম। ভিন্ন নাই । অবশু যাইলে তথা দেখিবে গোসাই ॥ দুৰ্য্যোধন নৃপতির নম্র কথা শুনি । কৃপা করি কহিতে লাগিল মহামুনি ॥ কোন ভার দিলে রাজ! এই কোন কথা ; তব প্রীতি হেতু আমি যাইব সর্ববৃথা ॥ জানিব সত্যের ভাব রাজা যুধিষ্ঠিরে । দ্বিতীয় করিব মান পুস্করের নীরে ॥ তৃতীয় তোমার বাক্যে করিব এ কাজ ! শীঘ্ৰগতি বিদায় করহ মহারাজ ॥ শুনিয়া আনন্দমতি রাজা দুর্য্যোধন । সবান্ধবে প্রণাম করিল হৃষ্টমন : বহুবিধ বিনয় করিল সৰ্ব্বজনে । সেইমত অাদরে সম্ভাষি শিষ্যগণে ॥ বিদায় হইয়া মুনি করিল গমন । রছিল আনন্দমনে রাজা দুর্য্যোধন ॥