পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 e 8 তবে দুৰ্য্যোধন রাজা আনন্দিত মনে । হাতে ধরি বসাইল নিজ সিংহাসনে ॥ বসিয়া কৌতুকে দোছে কথোপকথন । রাজা বলে এতেক বিলম্ব কি কারণ ॥ নিবেদিল জয়দ্ৰথ দুঃখ আপনার । পূৰ্ব্বাপর অবধি যতেক সমাচার ॥ শুনি জয়দ্ৰথ মুখে সৰ্ব্ব বিবরণ। হরিষ বিষাদ মনে রহে দুর্য্যোধন ॥ দুৰ্য্যোধন বলে আমি চিন্তা করি মিছা । হইবে অবশ্য যাহা ঈশ্বরের ইচ্ছ। ॥ অকারণে চিন্তা করি নাই প্রয়োজন । বিধির নির্ববন্ধ হয় যখন যেমন ॥ সভা ভাঙ্গি স্বস্থানে চলিল সৰ্ব্বজন । ঃখমনে নিজগৃহে গেল দুৰ্য্যোধন ॥ মহাভারতের কথা অমৃত-সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ॥ oma - পাণ্ডবের নিকট মার্কণ্ডেয় মুনির আগমন । জন্মেজয় বলিলেন কহ অতঃপর । কোন কৰ্ম্ম করিলেক পঞ্চ সহোদর ॥ মুনি বলে শুন পরীক্ষিতের নন্দন । আশ্রমেতে আসিলেন ভাই পঞ্চজন ॥ সমাপ্ত করিয়া কৰ্ম্ম নিত্য নিয়মিত । ভোজনান্তে বসিলেন সকলে দুঃখিত ॥ হেনকালে দেখ তথা দৈবের ঘটন। মার্কণ্ডেয় মুনি করিলেন আগমন ॥ অগ্রসরি কতদূরে গিয়া পঞ্চজনে । প্ৰণিপাত করিলেন মুনির চরণে ॥ আশীৰ্ব্বাদ করিলেন মার্কণ্ডেয় মুনি । আর সবে প্ৰণমিল লোটায়ে ধরণী ॥ সেইমত সম্ভাষেণ ব্রাহ্মণমণ্ডলী। বসাইয়া মুনিরাজে মহাকুতুহলী ॥ আপনি করেন ধোঁত মুনির চরণ। মুগন্ধি চন্দন আনি ধর্মের নন্দন ॥ যুধিষ্ঠির বলিলেন করি নিবেদন । কহ শুনি এ স্থানে কি জন্য আগমন ॥ ) অথ গকৃতে শ্বপচে দীনঃ । ন পুনর্দুরে নৃপতি-কুলীনঃ ॥ s মহাভারত । حاج حسیح-------- মুনি বলিলেন ইচ্ছা তোম দরশনে । এই হেতু মম আগমন কাম্যক বনে ॥ ধৰ্ম্ম বলিলেন ভাগ্য ছিল যে আমার । সেই হেতু আপনি হইল অগ্রসর ॥ এইরূপে নানাবিধ কথোপকথনে । বসিলেন আনন্দে সকলে যোগ্যস্থানে ॥ মহা অভিমান মনে রাজা যুধিষ্ঠির । বিরল-বদনে বসিলেন নম্রশির ॥ দেখিয়া মুনির মনে জন্মিল বিস্ময় । সন্ত্রমে জিজ্ঞাসে কহে ধৰ্ম্মের তনয় ॥ অভিপ্রায় বুঝি তব চিত্ত উচাটন। মলিন বদন দেখি নিরানন্দ মন ॥ বহু দুঃখ পাইয়াছ অল্প আছে শেষ । অতঃপর অচিরে পাইবে রাজ্যদেশ ॥ | কত কত দুঃখ সহিয়াছ নিজ অঙ্গে । তথাচ থাকিতে নানা কথার প্রসঙ্গে ॥ পাপরূপ চিন্ত হয়, বহু দোষ ধরে । স্ববুদ্ধি পণ্ডিত জনে, মতি লৈাপ করে । বহু দুঃখে চিন্তা নাহি কর সে কারণে । তাহা বুঝাইব কত তোমা হেন জনে ॥ চিরদিনে আইনু তোমার দরশনে । দুঃখিত দেখিয়া অতি দুঃখ হয় মনে ॥ রাজা বলিলেন কিবা কহ মুনিবর। আমা সম দুঃখী নাহি ত্ৰৈলোক্য ভিতর ॥ ন হইল ন হইবে আমার সমান । উত্তম মধ্যমাধম দেখহ প্রমাণ । বড় বংশে জন্মিলাম পূর্ববভাগ্যফলে । পিতৃহীনে বিধি দুঃখ দিল অল্পকালে ৷ পরান্নে বঞ্চিলু কাল পরের আলয় । না জানিমু দুঃখ অতি অজ্ঞান সময় ॥ ছল করি যে কৰ্ম্ম করিল দুষ্টগণে । পাইমু যতেক দুঃখ জানহ আপনে ॥ সে দুঃখ ভুঞ্জিয় যদি তুলিলাম মাথা । এমন সংযোগ আনি করিল বিধাত ॥ ছলেতে লইল দুষ্ট রাজ্য-অধিকার । আমার নিযুক্ত হৈল বৃক্ষতলা সার ॥