পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8> 8 গদামম্ভোজং দধতং সিতাঞ্জলিলয়ং কাস্ত্যজগন্মোহনম্। [ মহাভারত যজ্ঞ সঙ্গে বিশ্বামিত্র অনিন্দিত মন । ঐীরাম লক্ষণে নিয়া করিল গমন ॥ 7রামে কহিল। পথে ধনুকের কথা । শুনিয়া বলেন রাম চল যাই তথা ॥ হনমতে সঙ্গে করি দুই সহোদরে । উভরিল মহামুনি মিথিলা নগরে ॥ দখিয়া জনক কৈল বহু সমাদর। }ামমূৰ্ত্তি দেখি রামে দুঃখিত অন্তর ॥ গুপ্তে বিশ্বামিত্রে রাজা কহে কোনক্রমে । আমার বাসন৷ ইয় ক্যা দেই রামে ॥ রূপ দেখি কন্যাদান করিল বিশেষে । উভয়ত কলঙ্ক রটিবে সৰ্ব্ব দেশে ॥ বলিলেক জনক বরের রূপ দেখি । প্রতিজ্ঞ। লঙ্ঘিয়া দান করিল জানকী ংশে জন্ম দশরথের নন্দন । বিবাহ করিবে রাম না সাধিয়া পণ ॥ মিদারুণ পণে আমি না দেথি উপায় । কহ মুনি কি কৰ্ম্ম করিব হায় হায় ॥ বিচার করিলা দেখি মানিয়া বিস্ময় । কুলিশ সমান এই ধনুক দুৰ্জ্জয় ॥ মধুর কোমল মূৰ্ত্তি উীরঘুনন্দন । হায় বিধি কৈল পিতা নিদারুণ পণ ॥ অন্য অন্য পরস্পরে কথোপকথন । এইমত হরিষ বিষাদে সৰ্ব্বজন ॥ বিশ্বামিত্ৰে-মুখে রাম হ’য়ে অবগত । ভাঙ্গিবারে ধনুক হইলেন উদ্যত ॥ দৃঢ় করি বর্ণকালি বান্ধিয়া বস্ত্র সারি। ধনুক তুলেন রাম বাম হাতে করি ॥ হেনকালে যোড়করে ঠাকুর লক্ষণ । সমাদরে বন্দিলেন যত দেবগণ ॥ বাস্থকিরে বলিলা ক্ষণেক হও স্থির । যাবৎ ধনুকে গুণ দেন রঘুবীর ॥ শুনহ সকল নাগ অষ্ট কুলাচলে । সাবধানে ধরিবা পৃথিবী পাছে টলে ৷ লক্ষণ কহিল রামে করি যোড়হাত । শীঘ্ৰগতি ধনুক ভাঙ্গহ রঘুনাথ । ব্ৰহ্মা বিষ্ণু মহেশ্বরে করিয়া প্রণাম । দেবগণে বন্দিলেন আপনি ঐীরাম ॥ মুনিগণে প্ৰণমিয়া দেব হৃষীকেশে । নোঙাইয়া ধনুগুণি দেন অনায়াসে ॥ পুনৰ্ব্বার টঙ্কারিয়া দিতে মাত্র টান। মধ্যখানে ভাঙ্গিয় হইল দুইখান ॥ শত বজ্রাঘাত জিনি মহাশব্দ হৈল । থাকুক অন্যের কার্য্য বাস্থকি টলিল ॥ সেই শবদ শুনিয়া লঙ্কার দশানন । বলিল আমারে এই করিবে নিধন ॥ এইমত ধনুক ভাঙ্গেন রঘুবীর । মিথিলা নগর হৈল আনন্দ-মন্দির ॥ যুধিষ্ঠির বলিলেন এ বড় বিস্ময় । পূর্ণ অবতার বিষ্ণু রাম মহাশয় ॥ আপনাকে প্রণাম করেন কি কারণ । কৃপা করি কর মুনি সন্দেহ ভঞ্জন ॥ হিরণ্যকশিপু দৈত্য বধি নারায়ণ । নৃসিংহ বিরাটমূৰ্ত্তি হলেন যখন ॥ র্তাহার চীৎকার শব্দ শুনিয়া নির্ঘাত । -ত্রাহ্মণী গর্ভিণী, তার হৈল গর্ভপাত ॥ শাপ দিল মহামুনি পেয়ে দুঃখভার । , যেইজন করিল এতেক অহঙ্কার ॥ আপনারে না জামে সে অস্য অবতারে । বল বুদ্ধি বিক্রম সে সকল পাসরে ॥ ব্রাহ্মণের শাপ সে অন্যথা নহে কভু । ব্ৰহ্মপদাঘাত বুকে ধরিলেন প্রভু ॥ আপনারে বিস্মৃত হইল সে কারণ । ব্ৰহ্মার বিধানে পূর্বে রাবণ নিধন ॥ সে কারণে হৈল প্রভু মনুষ্য-শরীর । পূর্বের্বর বৃত্তান্ত এই রাজা যুধিষ্ঠির ॥ দুৰ্জ্জয় ধনুক যদি ভাঙ্গিলেন রাম । জনক রাজার হৈল পূর্ণ মনস্কাম ॥ সীতা সম্প্রদান হেতু বিচারেন মনে । শুনিয়া কহেন রাম জনকের স্থানে ॥ অযোধ্যানগরে দূত পাঠাও রাজন। পিতাকে জানাও আগ্রে আমার মনন ৷