পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বনপৰ্ব্ব । ]"হয়গ্ৰীবের একাক্ষর মন্ত্রের ধ্যান—ও শরচ্ছশাঙ্ক প্রভমশ্ববক্তং– ৪২৯ নার পুত্র বান্ধব শ্বশুর পিতা মাতা । জনথের হেতু সব মহাদুঃখদাতা ৷ এ সব পালন হেতু ত্যজে নিজ ধৰ্ম্ম । sরণ পোষণ করে করিয়া কুকৰ্ম্ম । পশ্চাতে অধৰ্ম্মভাগী হয় সেই জন । নিজ অঙ্গে ভোগ করে বিবিধ যন্ত্রণ ॥ নয়ন থাকিতে অন্ধপ্রায় যত লোক । কৰ্ম্মসুত্রে বদ্ধ যেন তসরের পোক ৷ যথাকলে আপনার কৰ্ম্মফল পায় । বিধির নির্ববন্ধ সেই বৃক্ষপত্র থায় ॥ ডানিয়া তথাপি তারা থাকে অনায়াসে । পাছে বিপরীত বুদ্ধি হয় কৰ্ম্মদোষে ॥ হপেতে থাকিব হেন ভাবিয়া অন্তরে । নিজ সূত্রে বেষ্টিত হইয়া পাছে মরে । সেই মত পৃথিবীতে হৈল যত লোক । মায়ামোহে মজিয়া পশ্চাতে পায় শোক ॥ ংসার অসার প্রভু সার ধৰ্ম্মপথ । তাহা বিনা আমার নাহিক মনোরথ ॥ ঘর ঘোর বন্ধনে যাইতে কদাচন । নিশ্চয় জানিহ দেব নাহি মম মন ॥ ংপত্তিতে তপ্ত জীব চিন্তার হতাশে । শীতল হউক দেব তোমার পরশে ॥ আজ্ঞা কর মুহূৰ্ত্তেকে থাকিব সংহতি। এত শুনি তুষ্ট হয়ে বলে মৃত্যুপতি ॥ ধষ্ঠ তব চবিত্র আমার চমৎকার । অগোচর নহে মম অখিল সংসার ॥ গল্পকাল ধৰ্ম্মে.ত এতেক তব-মতি । ভুেমুর তুলনা যোগ্য নাহি দেখি ক্ষিতি ॥ পৃথিবীতে তোমার হইল যত যশ । মধুৰ বচনে তব হইলাম বশ ॥ সত্যবান জীবন ব্যতীত অন্য বর । "াই ইচ্ছা মাগি লহ আমার গাচর ॥ *ই বলে এই সত্যবানের ঔরসে । ধবেক এক পুত্ৰ পঞ্চম বরষে ॥ རྀ་རཱྀ་ལཱྀ། ཨཱཿ মোরে শতেক নন্দন । গজ বাক্য করহ পালন । কৃতান্ত কহিল ঘরে যাও গুণবতী । , ! মম বরে হবে তব শতেক সন্ততি ॥ ! এত বলি শীঘ্ৰগতি চলিল শমন । সাবিত্রী র্তাহার পাছে করিল গমন ॥ যম বলে কি কারণে আসিতেছ কোথা । চারি বর দিলাম জঞ্জাল কর বৃথা ॥ সাবিত্ৰী কহিল দেব উত্তম কহিলা । শত পুত্র জন্মিবে আপনি বর দিলা ॥ অলঙ্ঘ্য তোমার বাক্য কে পারে লঙ্ঘিতে । আমার হইবে পুত্র সত্যবান হৈতে ॥ ইহার বিধান অগ্রে কর ধৰ্ম্মরায় । তোমার সংহতি মম নাহি কোন দায় ॥ সাবিত্রীর মুখে শুনি এতেক ভারতী । পরম লজ্জিত হয়ে কহে মৃত্যুপতি । এ তিন ভুবনে তুমি সতী পতুিব্রতা । c; পবিত্র হইবে লোক শুনে তব কথা ॥ বিশেষ করিলে ব্ৰত চতুর্দশী দিনে । পাইলে এ চারি বর তাহার কারণে ॥ দ্বিতীয় তোমার কৰ্ম্ম কহনে না যায় । নতুবা শুনেছ কোথা ম’লে প্রাণ পায় ॥ এই লও তব পতি রাজা সত্যবান । কৌতুকে গমন কর আপনার স্থান ॥ যেই ব্রত করলে বসিয়া অহৰ্নিশি । লোকে পরে করিবে সাবিত্রী চতুর্দশী ॥ ভক্তিভাবে এই কথা কহে যেইজন । পাইবে পরম পদ না যায় খণ্ডন ॥ তোমার মহিমা যেবা করিবে স্মরণ । আমা হৈতে ভয় তার নাহি কদাচন ॥ তোমার গুণেতে বশ হইলাম আমি । যাও শীঘ্ৰ সহিতে লইয়। নিজ স্বামী ॥ পৃথিবীতে ভোগ কর পরম কৌতুকে । অন্তকালে বসতি দোহার বিষ্ণুলোকে ॥ এত বলি মৃত্যুপতি ছাড়ি সত্যবানে । আনন্দ-বিধানে গেল আপনার স্থানে ॥ মহাভারতের কথা অমৃত-সমান । কাশীরাম দাসে কহে শুনে-পুণ্যবান ॥