পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

89.J9 ঘোর মনে প্রবেশিয়া পার্থ ধনুৰ্দ্ধর। চলিলেন নিজ মুখে নির্ভয়-অন্তর ॥ বসন্ত সময় তায় কোকিল কুহরে। মকরন্দ লোভে অলি সদা কেলি করে - , কুহু কুহু রবেতে কোকিল করে গান । স্বচ্ছন্দগমনে বীর সরোবরে যান ৷ কতক্ষণে উত্তরিল মায়া-সরোবরে । তৃষ্ণাৰ্ত্ত হইয়া যান পান করিবারে । হেনকালে বকরূপ ধৰ্ম্ম ডাকি কয় । প্রশ্ন করি জল পান কর ধনঞ্জয় ॥ প্রশ্ন না বলিয়া যদি কর বারি পান । পরশ করিবামাত্র যাবে যমস্থান ॥ ধৰ্ম্মবাক্য ধনঞ্জয় না শুনি শ্রবণে । আপনার দন্তে চলিলেন বারিপানে ॥ নিপতিত বৃকোদর জলের উপর । দেখি শোক করিলেন মনে বারধর ॥ এই জল হ’তে হৈল ভ্রাতার নিধন । অামি কোন লাজে আর রাখিব জীবন ॥ মায়াজল পরশ করিতে ইন্দ্রন্থেত । শরীর হইতে তার গেল পঞ্চভূত ॥ এখানে চিন্তিত অতি রাজ যুধিষ্ঠির । দোহার বিলম্ব দেখি হৈলে অস্থির ॥ নকুলেরে কছিলেন ধৰ্ম্ম নরপতি । ভৗমার্জন অন্বেষণে যাহ শীঘ্ৰগতি ॥ ভারতপঙ্কজ রবি মহামুনি ব্যাস । বিরচিল পাচগলি প্রবন্ধে কাশীদাস ॥ ভীমত্তেজুন অন্বেষণে নকুলের ধাত্র । নকুলের প্রতি, কহেন ভুপতি, শুনহ আমার বাণী । ভাই দুই জন, জলের কারণ, গেলে কোথা নাহি জামি ॥ করি আম্বেষণ, গহন কানন, জল আন শীঘ্ৰগতি । পাপিষ্ঠ তুষ্ণায় প্রাণ ফেটে যায়, শুন ভাই মহামতি ॥ জালাজিহামুদারকেশরচয়ং বন্দে নৃসিংহং বিভুং । ['শহাভারত। রাজ-আজ্ঞা শুনি, চলিল তখনি, মাদ্রীর তনয় ধীর । নির্ভয় হৃদয়, মনে মনে ভাবে বীর ॥ দেখিতে স্বন্দর, অতি শোভাকর - কুহম উদ্যান যত । অতি-স্থশোভন, সেই ত কানন, পশু পক্ষী আদি কত ॥ দেখিয়-কানন, আনন্দিত মন, . চলিল সত্বরে ধীর । কতক্ষণ পরে, মায়া-সরোবরে, আইল নকুল বীর ॥ মহা সত্ত্বোদয়, দেখি সরোবর, হরিষ অন্তর, বিহরে কত বিহঙ্গ । আরো লাখে লাখে, হংস চক্রবাক, বিরাজে রমণী সঙ্গ ॥ নকুল হেরিয়া, আকুল হইয়ু, o চলে সরোবর তীর । কহে এ সময়, ধৰ্ম্ম মহাশয়, শুন হে নকুল বীর ॥ প্রশ্ন চারি কও, তবে জল খাওঁ, : নহে যাবে যমপুরে । তৃষ্ণায় আকুল, হইয়৷ নকুল, t সে কথা অগ্রাহ করে ॥ জলপান তরে, চলিল সম্বরে . সেই মায়া-সরোবরে । বিধির ঘটন, কে করে খণ্ডপ : পরশন মাত্রে মরে ॥ - হেথা রাজ বসি, হইল হুত{*

বিলম্ব দেখিয়া আতি ।

দুঃখযুক্ত মন, চিত্ত উচাট অত্যন্ত উদ্বিগ্ন-মতি ॥ ! অরণ্যের কথা, স্থখ-মোক্ষদাত রচিলেন মুনি ব্যাস । পাচালী প্রবন্ধে, মনোহর ছ*ে | বিরচিল কাশীদাস ॥