পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সচিত্র সম্পূর্ণ-কাশীদাসী সভাপত্ৰ । -- احتمستقتی سیال دیجیتی-تخ=== ------- নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম্। দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদারয়েৎ-॥ ময়দানব কর্তৃক সভা নিৰ্ম্মাণ । জন্মেজয় বলে মুনি কর অবধান । কৃষ্ণসহ পিতামহ দানব প্রধান ॥ খাণ্ডব দহিয়া দুয়ে কহু অতঃপরে। কি কি কৰ্ম্ম করিলেন কহ তা আমারে ॥ শুনিতে আমার চিত্তে পরম আনন্দ । তব মুখে শুনিয়া ঘুচুক মহাসন্ধ ॥ বলিল বৈশম্পায়ন শুন নৃপবর । অগ্নি-সত্যে পার হৈল পার্থ ধনুৰ্দ্ধর ॥ ধৰ্ম্মরাজ কহিলেন সব বিবরণ। করিলেন ভূপতি সন্তোষ আলিঙ্গন ॥ লক্ষ লক্ষ ধেনু স্বর্ণ করিলেন দান । ময়দানবের বহু করিলেন মান ॥ পণ্ডিবের মহাকীৰ্ত্তি ব্যাপিল সংসার । রিপূগণে শুনিয়া লাগিল চমৎকার ॥ হেনমতে নানা মুখে থাকেন পাণ্ডব । নিরবধি যজ্ঞ দান করেন উৎসূব ॥ মুনি বলে শুন পরীক্ষিতের নন্দন । মহাভারতের কথা অপূৰ্ব্ব কথন । ময় পার্থের অগ্রে করিয়া যোড়কর । বিনয় করিয়া বলে দানব-ঈশ্বর ॥ মৃদশন চক্রে ভয় করে তিনলোকে । উদ্ধারিল হেন চক্র হষ্টতে আমাকে ॥ প্রচণ্ড অনল মুখে করিলা যে ত্ৰাণ । আজি হৈতে তোমাতে বিক্রীত মম প্রাণ ॥ কি করি আমাকে আজ্ঞা কর মহাশয় । তব প্রীতি হেতু আমি ব্যাকুল হৃদয় ॥ ময় বলে যাবৎ না করি কোন কৰ্ম্ম । তাবৎ রহিবে সম মানসে অধৰ্ম্ম ॥ সবিনয়ে পুনঃ পুনঃ বলে যোড়পাণি । আজ্ঞা কর অবশ্য করিব যাহা জানি ॥ পার্থ বলে কিছু আমি না চাহি তোমারে ॥ যে পার, করহ প্রীতি, দেব দামোদরে ॥ কৃতাঞ্জলি বলে ময় কৃষ্ণের গোচর । কি করিব আজ্ঞা কর দেব গদাধর ॥ হৃদয়ে চিন্তিয় কৃষ্ণ বলেন বচন । দিব্য সভা দেহ এক করিয়া রচন ॥ হেন সভ কর যাহা কেহ নাহি দেখে । অদ্ভুত হইবে স্বরস্থির তিন লোকে ॥ এত শুনি আনন্দি ত দানবের পতি । নিৰ্মাণ করিতে সভা গেল শীঘ্ৰগতি ॥ কনক রচিত চিত্র বিচিত্ৰ নিৰ্ম্মাণ । নানা গুণযুত যেন দেবতার স্থান ॥