পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সভাপর্ব। ] খৰ্ব্বাং লম্বোদরীং ভীমাং ব্যাঘ্ৰচৰ্ম্মাবৃতাং কটে ॥ Rరి(t মহাদেবে বলি দিবা শুনিলু শ্রবণে । বল দেখি হেন কৰ্ম্ম করে কোন জনে ॥ আপদভঞ্জন আমি ধৰ্ম্মের রক্ষণ । জ্ঞাতিহিংসা দেখিতে না পারি কদাচন ॥ দুয়োবিংশ অক্ষৌহিণী অষ্টাদশবার । চীর পলাইলা সব করিয়া সংহার ॥ সই কৃষ্ণ আমি বহুদেবের নন্দন । পাণ্ডুপুত্র ভীমাৰ্জ্জুন এই দুইজন ॥ আপনার হিত যদি বাঞ্ছহ রাজন । আমার বচনে রাজ ছাড় রাজগণ ॥ নহে যুদ্ধ কর রাজা আমার সংহতি । দুই কৰ্ম্মে তোমার যেমন লয় মতি ৷ শ্ৰীক্লষ্ণের বচনে জ্বলিল জরাসন্ধ । অশেষ বিশেষে গোবিন্দেরে বলে মন্দ ॥ পূৰ্ব্বকথা বিস্মরণ হইল তোমার । যুদ্ধে পলাইয়া গেলে শৃগাল আকার ॥ পৃথিবী ছাড়িয়া গেলে সমুদ্র ভিতরে । ক ভু নাহি শুনি পুনঃ আসিতে নগরে ৷ এখন তোমারে দেখি আপনার দেশে । করিলে অদ্ভুত কৰ্ম্ম বল কি সাহসে ॥ দপ করি কহিলে ছাড়িতে রাজগণ । কাহার শরীরে সহে এমত বচন ॥ ভূজবলে বান্ধি আনিলাম রাজগণে । সঙ্কল্প করেছি বলি দিব ত্রিলোচনে ॥ পূৰ্ব্বকথা তব বুঝি নাহিক স্মরণে । মাও গোপস্থত লজ্জা নছিল বদনে ॥ সংগ্রাম মাগিল কেন না বুঝি কারণ । তোমা ছার সহিত যুঝিবে কোন জন ॥ যেবা ভীমাৰ্জুন দেখি অত্যন্স বয়স । ইহাদের সহ যুদ্ধে হইবে অযশ ॥ সারিলে পৌরুষ নাহি হারিলে অযশ । পলাও বালকদ্বয় না কর সাহস ॥ গোপালের বলে বুঝি করিলা উদ্যম । না জানহ জরাসন্ধ কৃতান্তের যম ॥ এতেক বলিল যদি জরাসন্ধ কোপে । ক্রোধে বীর বৃকোদর অধররোষ্ঠ কাপে ॥ গোবিন্দ বলেন মিথ্যা না কর বড়াই । তোমার বিচারে দেখি সম কেহ নাই ॥ সে কারণে হীনবল দেখি রাজগণে । বলে ধরি মারিবারে চাহ অকারণে ॥ না করিব ইচছা যদি আমা সহ রণ । এ দোহার মধ্যে তব যারে লয় মন ॥ বালক বলিয়া চিত্তে না ভাবিও তুমি । ক্ষণেকে জানিবে অগ্ৰে চল যুদ্ধভূমি ॥ জরাসন্ধ বলে যদি ইচিছলে মরণ । রণ বাঞ্ছা করিলে করিব আমি রণ ॥ কিরূপে করিবে রণ কহ দেখি শুনি । এত শুনি তাহারে কহেন চক্রপাণি ॥ বিধির নিয়ম এই ক্ষত্রধৰ্ম্মে কয় । সৈন্যে সৈন্যে যুদ্ধ কিংবা এক এক হয় ॥ একাকী করহ যুদ্ধ ইচ্ছা বার সনে । গদাযুদ্ধ মল্লযুদ্ধ যেই লয় মনে ॥ শুনিয়া বলিছে বৃহদ্রথের কুমার। ভুজবলে মহামত্ত করি অহঙ্কার ॥ সহজে বালক এই বিশেষ অর্জন । হীনবল সহ যুদ্ধ না করে নিপুণ ॥ কোমল বালক প্রায় দেপি যে নয়নে । কিছুমাত্র বৃকোদর লয় মম মনে ॥ ভীমের সহিত আজি করিব সমর । এত বলি উঠিল মগধ দণ্ডধর ॥ জুই গোট গদা রাজা আনিল তখনি । ভীমে দিল এক, এক লইল আপনি ॥ নগর বাহিরে গেল রঙ্গ ভুমি যথা । ধাইল নগর লোক শুনি যুদ্ধকথা ॥ কৌতুক দেখেন কৃষ্ণ থাকিয়া অন্তর । নৃপতি যুঝিছে সহ বীর বৃকোদর ॥ অপূৰ্ব্ব সংগ্রাম করে ভীম জরাসন্ধ । বিস্তারে রচিয়া কহে ত্রিপদীর ছন্দ ॥ সভাপৰ্ব্ব স্থধারস জরাসন্ধ বধে । কাশীদাস দেব কহে গোবিন্দের পদে ॥

  • -i