পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৪০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সভাপৰ্ব্ব । ] প্রণাম মন্ত্র—সর্বমঙ্গল-মঙ্গল্যে শিবে সৰ্ব্বার্থসাধিকে । Հ86: নারদাদি মুনি মুখে বেদ উচ্চারণ । দ্বিজগণ স্বস্তি শব্দ পরশে গগন । গন্ধৰ্ব্বেতে গীত গায় নাচয়ে অপসরী। পাঞ্চজন্য পুরিলেন আপনি শ্ৰীহরি ॥ শব্দের নিনাদ গিয়া গগন পূরিল । যত যত জন ছিল ঢলিয়া পড়িল ৷ বাহুদেব পাণ্ডবেরা পাঞ্চাল-নন্দন । সাত্যকি সহিত এই ছাড়ি অষ্টজন ॥ শঙ্খনাদে মোহ হ’য়ে পড়িল ঢলিয়া । ধৰ্ম্মপুত্র নিবারণ করেন দেখিয়া ॥ দ্বৈপায়ন আদি মুনি ধোম পুরোহিত । অভিষেক করিলেন ৰেদের বিহিত ॥ সভাপর্ব স্বধারস রাজসূয় কথা । কাশীরাম দাস কহে ভারতে যে গাথা ॥ অৰ্জুনের নিমন্ত্ৰণ করিতে বাত্র । জন্মজয় বলে শুনিলাম সাধারণ । কোন দিক হৈতে এল কোন কোনজন ॥ কত সৈন্য এল তারা কি কর লইয়া । পিতামহে কোনরূপে ভেটিল আসিয়া ॥ দেব নিমন্ত্রিতে পার্থ করিলেন গতি । কিরূপে আইল তথা দেব পশুপতি ॥ বিস্তারিয়া কহ মুনি ভাঙ্গ মনোধষ্ক । পিতামহ চরিত্র অসীম মকরনদ ! মুনি বলে নরপতি কর অবধান ! কিছু অল্প শুন কহি প্রধান প্রধান ॥ যতেক পৰ্ব্বত-পৃষ্ঠে যত রাজা বৈসে ॥ সব নিমন্ত্রিয়ে যান পৰ্ব্বত কৈলাসে ॥ কুবেরেরে কহেন সকল বিবরণ । ধৰ্ম্ম রাজসূয় যজ্ঞে করিবে গমন । কুবের স্বীকার করে অর্জুন-বচনে । যাইব তোমার বজ্ঞে সহ নিজগণে ॥ কুবেরের বাক্যে প্রীত হইয়৷ অৰ্জ্জুন । সবিনয়ে কৃতাঞ্জলি কহিছেন পুনঃ ॥ ইন্দ্রের নিকটে যাব করিতে বরণ। কোন পথে যাব, সঙ্গে দেহ জ্ঞাতজন ॥ কুবের করিল আজ্ঞা চিত্ৰসেন প্রতি । অর্জনের সঙ্গে যাও যথা স্বরপতি ॥ আজ্ঞামাত্র চিত্ৰসেন চলে শীঘ্ৰগতি । কপিধ্বজ রথে বৈসে হইয়। সারথি ॥ সেখান হইতে যান ইন্দ্রের নন্দন ! কতদূরে দেখিলেন হরের ভবন ॥ জিজ্ঞাসেন ধনঞ্জয় এ কাহার পুরী । চিত্ৰসেন বলে হেথ বৈসে ত্রিপুরারী ॥ যজ্ঞ হেতু নিমন্ত্রণ কর ত্ৰিলাচনে । সৰ্ব্ব কার্য সদ্ধ হবে হরের ৭মনে ॥ এত শুনি অৰ্জ্জুন নামিল রথ হৈতে । উপনীত হইলেন হরের অগ্ৰেতে ॥ হরের করেন স্তুতি কুন্তীর নন্দন । হর বলিলেন বর মাগ যাহে মন ॥ অর্জুন বলেন দেব ধৰ্ম্মের নন্দন । তার রাজসূয় যজ্ঞে করিব গমন ॥ হাসিয়া পাৰ্ব্বতা হর করেন স্বাকার । এই চলিলাম আমি যজ্ঞেতে তোমার ॥ শঙ্কর বলেন গিয়া হইব সহায় । নিৰ্ব্বিঘ্নে তোমার মজ্ঞ সাঙ্গ যেন হয় ॥ পার্ববতী বলেন ঘণব সজ্ঞের সদনে । যজ্ঞেতে আসিবে যত বৈসে ত্রিভুবনে ॥ সবে হুগী হইবেক প্রসাদে আমার । অন্নপূণ নাম মম বিখ্যাত সংসার ॥ এই নাম ল’য়ে ভব স্পকারগণ | অল্প দ্রব্যে মৃতৃপ্ত করুক বহুজন । হর পাৰ্ব্বতীর বর পেয়ে ধল ৫য় । প্ৰণমিয়া চলিলেন, সানন্দ হৃদয় ॥ চিত্রলে বাহে রথ পবন গমনে । ক্ষণমাত্রে উপনীত ইন্দ্রের ভবনে ॥ প্রণাম করেন পার্থ ভূমিষ্ঠ হইয়৷ , ইন্দ্র পার্থে অলিঙ্গন দিলেন উঠিয় ॥ আপনার কোলে বসাইরা দেবরাজ । জিজ্ঞাসেন কল্প তাত কি তোমার কাজ ॥ অর্জুন বলেন দেব তোমাতে গোচর । রাজসূয় করিয়াছেন ধৰ্ম্ম নরবর ॥