পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৪৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সভাপর্ব। দক্ষিণা কালীর ধ্যান—করালবদনাং ঘোরং মুক্তকেশীং চতুভুজাং । ২৭৭ জর কুস্বভাব আছে বিছরের চিত । gsরাষ্ট্র কুৎসা কহে পাণ্ডবের হিত ॥ চর্য্যোধন আজ্ঞায় চলিল প্রতিকামী ॥ নদ প্রস্থে প্রবেশ করিল শীঘ্ৰগামী ॥ থায় পুরের মধ্যে দ্রৌপদী সুন্দরী । - z’পদ’র আগে কহে করযেfড় করি । eয় নিতে আজ্ঞা দিল কুরু অধিকারী। বহু হরিল দ্যুতে তোমা আদি করি ॥ ংবধান মহাদেবি শুনহ বিধান । ধষ্ঠর রাজা হৈল দূতে হতজ্ঞান ॥ লিঙ্গ হরিল দ্যতে তোমা আদি করি । .s:ম নিতে আজ্ঞ দিল কুরু অধিকারী ॥ sরাষ্ট্র গুহে চল কর যথা কৰ্ম্ম । শুনিয়; দ্রৌপদীর ভাঙ্গিল নিজ মৰ্ম্ম ॥ দ্রৗপদী বলেন হেন কভু নাহি শুনি । বন্দুেল্ল হারিয়াছে আপন গৃহিণী ॥ প্রতিকাম বলে এই কপট না হয় । s: ,কন খেলিলেন ধৰ্ম্মের তনয় ॥ ...... একে সৰ্ব্বস্ব হারিয়া নরবর। প্ৰন'রে হারিলেন সই সহোদর ॥ প-চ'তে তামারে হারিলেন নৃপমণি । এ ত শুনি বলিলেন দ্রুপদ-নন্দিনী ॥ ধষ্ঠি প্রতিকামা গিয়া জিজ্ঞাস রাজারে । প্ৰথমে আপন; কি হারিলেন অীমারে ॥ *“রয় থাকেন ঘদি প্রথমে আপন । ঃ:ব গিয়া জিজ্ঞাসহ সভাসদ জন ॥ তবে যদি আমারে যাইতে সবে কয় । *:পণ ইচ্ছায় তবে যাইব তথায় ॥ ওঁ ওঁ শুনি প্রতিকামী চলিল সত্বরে । গম জিজ্ঞাসে গিয়া ধৰ্ম্ম নৃপবরে ॥ ^fঠ5ল দ্ৰৌপদী অামারে জিজ্ঞাসিতে । * ম পণ প্রথমে করিল রাজ দৃতে ॥ ఇ আপন কি হরিল। যাজ্ঞসেনী । গুণ মুগ্ধ হইলেন ধৰ্ম্ম নৃপমণি ॥ ছিলেন নিঃশব্দে না বলিলেন বাণী । মনে বুঝি কিছু না বলিল প্রতিকামী । 4. হ স ( প্রতিকামী প্রতি ক্রোধে বলে কুরুবলে । ঘাহ প্রতিকণমা কিবা জিজ্ঞাস উহারে ॥ সভামধ্যে লইয়া আইস দ্রৌপদারে । - . আসিয়া করুক স্যায় সভার ভিতরে ॥ আসি জিজ্ঞাকে সেই যেই লয় মনে । করুক আসিয়; হ্যায় ল’য়ে সভাজনে ॥ এত শুনি প্রতিকামী হইল দুঃখিত । পুনঃ দ্রৌপদীর স্থানে চলিল ত্বরিত ॥ করযোড়ে প্রতিক:মী বলে সবিষাদ । অবধান মহাদেবি হইল প্রমাদ ॥ অস্ত হৈল কুরুকুল বুঝিলাম মনে । সভাতে তোমারে লৈতে বলিল যখনে ॥ দ্রৌপদী বলিল শুন সঞ্জয় নন্দন । ধৰ্ম্মরাজ কি বলেন কিব; দুর্য্যোধন ; প্রতিকামী বলে রাজা কিছু না বলিল । সভাতে লইতে দুৰ্য্যোধন আজ্ঞ দিল ৷ দ্রৌপদী কহিল তুমি বলিলা প্রমাণ । বংশনাশ হেতু বিধি করিল বিধান ॥ মা ও প্রতিকামী গিয়: জিজ্ঞাস রাজায় । নিশ্চয় কি তার মন যষ্টিতে তথfয় ॥ এত শুনি প্রতিক মী চলিল স ত্বর ! রাজারে কহিল আসি কুমার উত্তর । তবে যুধিষ্ঠির রাজ ভাবিয়া অন্তরে । দুৰ্য্যোধন যত্ন দেখি রুম আনিবারে । বিচারিয় কহিলেন কহু দ্রৌপদীরে । দৈবের নিৰ্ব্বন্ধ কৰ্ম্ম কে খণ্ডিতে প?:র । সত্য বিন: মম চিত্তে অন্য নাতি লয় । ধৰ্ম্ম রক্ষ করুক হাসিয়া এ সভায় ॥ প্রতিকামী প্রতি পুনঃ ভূর্য্যোধন বলে । ক্ৰোধে তুষ্ট চকু মেল ? ..হণ কলে ॥ আমি নাই! বলি তাই নাছি লয় মনে । পুনঃ পুনঃ আইস পর্দা দূতগণে ॥ মা ও শীঘ্ৰ দ্রৌপদীরে আনহু এ স্থানে : এত শুনি প্রতিকামী ভীত হৈল মনে । পুনরপি ইন্দ্র প্রস্থে চলিল সত্বরে । কতক দুরেতে গিয়া ভাবিল অন্তরে ॥