পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৪৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সভাপৰ্ব্ব । মহামেঘপ্রভাং খামাং তথ চৈব দিগম্বরং । Հե-> তবে আজ্ঞা করিল নৃপতি দুঃশাসনে । পাণ্ডবগণের আন বস্ত্র আভরণে ॥ চৌপদীর বস্ত্র আর যত অলঙ্কার । নুষ্টিতে আনিয়া দেহ অগ্ৰেতে আমার ॥ এত শুনি ততক্ষণে পঞ্চ সহোদর। aয় অলঙ্কার ফেলি দিলেন সত্বর ॥ এক বস্ত্র পরিধান দ্রৌপদী সুন্দরী । দুঃশাসন টানিতেছে বসনেতে ধরি ॥ ছাড় ছাড় বলিয়া সঘনে ডাক ছাড়ে। সভামধ্যে ধরিয়া অঙ্গে ৰত্ন কাঁড়ে । সঙ্কটে পড়িয়া দেবী না দেখি উপায় । হণকুল হইয়। কুষ্ণা ডাকে দেবরায় ॥ দ্রৌপদীর শ্রীকৃষ্ণকে স্তুতি । ৪ঠ প্ৰভু কৃপাসিন্ধু, অনাথ জনার বন্ধু, অখিলের বিপদভঞ্জন । এম ই সভার মাঝ, মোর নিবারিতে লাজ, তোমা বিনা নাহি অন্যজন ॥ প্রভু পালিতে স্বষ্টি,সংহার করিতে ঋষ্টি, পুনঃ পুনঃ হও অবতার। sহার চরণ ছায়, স্মরিয়া সপিলু কায়া, অনাথার কর প্রতিকার ॥ বদনন্ত খরক্ৰোধে, ভুজঙ্গ দম্ভীর পদে, সেই প্রভু রাখিল প্ৰহলাদে । ভঙ্গর চরণ যুগে, দ্রৌপদী শরণ মাগে, রক্ষা কর বিষম প্রমাদে h গঙ্গর উজ্জল চক্র, কাটিয়া মস্তক নক্র, নিস্তার করিল গজরাজ । *ল করে দুরাশয়ে, শরণ নিলাম ভয়ে, তাহার চরণ-পদ্ম মাঝ ॥ ’ই প্রভু ঈষদক্ষে, কৃপায় সংসার রক্ষে, নাচয়ে যে ফণাধর মুণ্ডে । ইগর চরণ রঙ্গ, সাপিমু আমার অঙ্গ, রাখ প্ৰভু দুষ্ট কুরুদণ্ডে ॥ য প্রভু কপটে ছলি, পাতালে লইল বলি, নির্ভয় করিয়া শচীপতি । র্তাহার ত্রিপাদ পদ্ম, ত্রিপথগামিনী সঙ্গ, তাহা বিনা নাহি মম গতি ॥ পরশি যে পদধূলা, অনেক কালের শিল, দিব্যরূপ অহল্য পাইল । জলনিধি করি বন্ধ, বিনাশিল দশস্কন্ধ, দ্রৌপদী শরণ র্তার নিল ॥ যে প্রভু পৰ্ব্বত ধরি, গোকুলের গোপনীর, রক্ষা কৈল ইন্দ্রের বিবাদে । বেদশাস্ত্র লোকে খাত, পতিপুত্ৰগণ নাথ পাণ্ডুবধূ রাখহ প্রমাদে ॥ যাহার স্বজন স্বষ্টি, সংসারে যাহার দৃষ্টি, মোর দুঃখ কেন নাহি দেখ । বলিষ্ঠ তুর্জন জনে, স্মরণ করিলে শুনে, এ সঙ্কটে কেন নাহি রাখ ॥ দ্রৌপদী আকুল জানি, অখিলের চক্রপাণি, র্যার নাম আপদ ভঞ্জন । ধৰ্ম্মরূপে জগৎপতি, রাখিতে এ ছেন সতী, সত্যধৰ্ম্ম করিতে পালন ॥ আকাশ মাগেতে রয়ে, বিবিধ বসন ল’য়ে, দেীপদারে সঘনে যোগায় । যত দুঃশাসন কাড়ে, ততেক বসন বাড়ে, তাচ্ছিাদন করি সর্বল গায় ॥ লোহিত পিঙ্গল পীত, নাল শ্বেত বিরচিত, নানা চিত্র বিচিত্র বসনে । বিবিধ বর্ণের শাড়ী, দুঃশাসন ফেলে কড়ি, পুঞ্জ পুঞ্জ হৈল স্থানে স্থানে ॥ পৰ্ব্বত সমান বাস, দেখি'.নক্ষে হৈল ফ্রাস, চমৎকার হইল সভাতে । কতু নাহি দেথি শুনি, সভাজন বলে বাণ, পস্য ধন্য দ্রুপদ চুহিতে ॥ ধন্য গর্গ মহামুলি, নিস্তার করিতে প্রাণী, বাছিয়া পুষ্টল ক্লঞ্চ নাম । যে নাম লইল তুণ্ডে, বিবিধ দুৰ্গতি খণ্ডে, ছেলে পায় সবাঞ্ছিত কবি ৷ নরেতে যে নাম ধরি, ভবসিন্ধু যায় তার, খণ্ডে-মৃত্যুপতি দণ্ড দায় ।