পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৪৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3と8 ব্যাখ্রত্বক পরিধানমজ নিলয়ং শ্ৰীনীলকণ্ঠং ভজে দৃশ্য ত শুনি অৰ্জ্জুন করিল অঙ্গীকার । খিব বিরাট-ধেনু বাক্যেতে তোমার ॥ কার করিয়া গিয়া জানাও উত্তরে । rরথি করিয়া আমা যুদ্ধে যেন বরে ॥ ত শুনি হৃষ্ট হ’য়ে গেল বাজ্ঞসেনী । ব কহি পাঠাইল উত্তর ভগিনী ॥ iাতৃস্থানে কহ গিয়া বিরাট-নন্দিনী । গুন ভাই কহিল সৈরিস্ত্রী সুবদনী ॥ Iারথির হেতু তুমি হ’য়েছ চিন্তিত । স কারণে আমায় যে পাঠায় ত্বরিত ॥ ওঁক যে বৃহন্নল আছয়ে আমার । সরস্ত্রী কহিল সব পরাক্রম তার ॥ গাণ্ডব দহিয়া পার্থ তুষিল অনলে । বৃহন্নলা আছিল সারথি সেইকালে ৷ পাণ্ডব-আলয়ে আমি ছিলাম যখন । বৃহন্নল পরাক্রম দেখেছি তখন ॥ বৃহন্নলা সছয়ে অৰ্জ্জুন মহাবীর । এক রথে শাসিল নৃপতি পৃথিবীর ॥ আজ্ঞা যদি হয় ভাই, লয় তব মন । বৃহন্নলা সারথি করিয়া কর রণ ॥ উত্তর বলিল তুমি আনহ তাহারে । সারথি হইলে যোগ্য যাইব সমরে ॥ জ্যেষ্ঠ ভ্রাত বচনে বলিল নৃপস্থত । কাঞ্চনের মাল গলে বিচিত্র মুকুত ॥ রূপেতে কমল সম৷ কমল-নয়না । অনিন্দিত সিংহ মধ্যে মরালগামিনী ॥ জিজ্ঞাসিল পার্থ কেন. গতি শীঘ্রতর। শুনিয়া বিরাট-পুত্ৰী করিল উত্তর ॥ মম পিতৃ-গোধন হরিল কুরুগণে । শুনিয়া রক্ষার্থে মম ভাই যাবে রণে ॥ সারথির হেতু চিন্ত হয়েছে তাহার। সৈরন্ধী কহিল গুণ সকল তোমার ॥ অবশ্য ভtহাতে তুমি করিবে গমন । আনহ গোধন মম জিনি কুরুগণ ॥ না গেলে তোমার অগ্ৰে ত্যজিব জীবন । শুনিয়া উঠিয়া পার্থ করিল গমন ॥ পূর্বে তুমি অর্জুনের আছিলে সারথি । তোমা সহযোগেতে জিনিলা স্বরপতি ॥ সারথি যতেক খ্যাত আছে ত্রিভুবনে । ইন্দ্রের সারথি শ্রেষ্ঠ সৰ্ব্বলোকে জানে ॥ বিষ্ণুর দারুক আর সূর্য্যের অরুণ । দশরথ নৃপতির স্থমন্ত্র নিপুণ ॥ সকল সারথি হৈতে তোমা বাখানিল । তোম। সম কেহ নহে সৈরিন্ধী কহিল ॥ অৰ্জ্জুন বলেন আমি এ সব না জানি । নৃত্য গীত জানি আর তাল বাদ্যধ্বনি ॥ কতু নাহি দেখি আমি সমর কেমন । শুনিয়া বলিল তবে বিরাট-নন্দন ॥ নৰ্ত্তন গায়নে তুমি সকলেতে খ্যাত । সৈরন্ধ্রীর মুখে তব গুণ অবগত ॥ সৈরন্ধীর বাক্য মিথ্য নহে কদাচন । উঠ দ্রুত মম রথে কর আরোহণ ॥ অৰ্জুন বলেন মানি তোমার বচন । সারথি নছি যে তবু করিব গমন ॥ কেবল আমার এক আছয়ে নিয়ম । যথা ইচছা শক্র যদি হয় যম সম ॥ ন। জিনিয়া বাহুড়িয়া না আসে মম রথ । সৰ্ব্বকাল প্রতিজ্ঞ। আমার এইমত ॥ স্ত্রাগণের অগ্ৰে তুমি যে কিছু কহিলে । রথ না বাহুড়ে মম তাহ না করিলে ৷ যথায় কহিবে রথ তথাকারে লব । রথসজ্জা দেহ, রথ সাজন করিব ॥ এত শুনি উত্তরের আনন্দিত মন । মম মনোমত যোগ্য তুমি বিচক্ষণ ॥ এত বলি গল হৈতে দিল রত্নমালা । বড় ভাগ্য তোমারে পাইনু বৃহন্নলা ॥ রাজপুত্র প্রসাদ না নিলে অনুচিত । প্রসাদ লইতে পার্থ হইল লজ্জিত ৷ রথের সাজন করিলেন ধনঞ্জয় । দেখিয়া উত্তর মনে মানিল বিস্ময় ॥

  • [মহাভরিক্ত। ;

উত্তর সহিতে গেল যথায় উত্তর । দূরে দেখি বৃহন্নলা কহিল সত্বর ॥ -