পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৪৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Ꮼb~ যার হেতু চর মোর খুজিল সংসার । হেনজনে পাইলে কি চাহি তবে আর । ত্রয়োদশ বৎসর অজ্ঞাত বাস আদি । পূর্ণ না হইতে পার্থ দেখা দিল যদি ॥ কহ গুরু কেমনে না যাবে তবে বন । সবে জান যুধিষ্ঠির করিল যে পণ ॥ অৰ্জুন না হয় যদি অন্য জন হবে । এখনি মারিব তারে যেন ক্ষুদ্র জাবে ॥ কর্ণের বচন শুনি দ্রোণ বলে বাণী । যত বড় যেই জন সব আমি জানি ॥ অৰ্জ্জুন যেমন তাহা ত্রিলোকে বিখ্যাত। খাণ্ডব দাহনে যেই জিনে স্বরনাথ ॥ অপ্রমেয় পরাক্রম যদুবলে জিনি । হরিয়া আনিল বলরামের ভগিনী ॥ বাহুযুদ্ধে পরাজয় কৈল পশুপতি । একরথে বিজয় করিল কম্বুমতী ॥ নিবতি-কবচগণে করে নিপাতন । দশস্কন্ধ তেজ ধরে এক একজন ৷ বহুকাল কালকেয় ইন্দ্রের বিবাদী । তাহা মারি নিষ্কণ্টক করে জম্ভভেদী ॥ চিত্রসেনে জিনি দুর্য্যোধনে রক্ষা কৈল । সহজে কহিতে তোর অঙ্গে না সহিল ॥ এথনি সাক্ষাতে আজি দেখিবে নয়নে । কোন জন যুঝিবেক অৰ্জ্জুনের সনে ॥ মহাভারতের কথা অমৃত-সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ॥ উত্তরের সহিত অৰ্জ্জুনের শমীবৃক্ষ নিকটে গমন । এতেক বিচার করে কুরুসৈন্যগণ । শমীবৃক্ষতলে যান ইন্দ্রের নন্দন ॥ উত্তরে বলেন তুমি যুদ্ধযোগ্য নহ । এই দীর্ঘ শমীবৃক্ষ উপরে আরোহ ॥ ধনুশ্রেষ্ঠ গাওঁব আছয়ে বৃক্ষোপরে । দিব্য যুগ তুণ আছে পরিপূর্ণ শরে ॥ বিচিত্র কবচ ছত্ৰ শস্থ মনোহর । বৃক্ষ হৈতে নামাইয়৷ আনহ সত্বর ॥ পঞ্চ ধমুমধ্যে যেই ধনু মনোরম। ঘণ্টামেথলঘর্ঘরধ্বনীমিলজঝঙ্কার उँभः विङ्क९ । [ अशखांब्रड । - বল যার এক লক্ষ তালবৃক্ষ সম ॥ শুনিয়া বিরাটপুত্ৰ করিল উত্তর । কিমতে চড়িব এই বৃক্ষের উপর ॥ শুনিয়াছি এই বৃক্ষে শব বান্ধা আছে । রাজপুত্র কেমনে চড়িব গিয়া গাছে ॥ পার্থ কন শব নহে বৃক্ষ উপরেতে । পাপকৰ্ম্ম জানি কেন কহিব করিতে ॥ শব বলি যে খুইল কপট বচন । শব নহে আছে ইথে ধনু অস্ত্রগণ ॥ এত শুনি উত্তর উঠিল সেইক্ষণ । ছাড়াইল যত ছিল বস্ত্র আচ্ছাদন ॥ . অৰ্দ্ধচন্দ্রপ্রভা যেন ধনু অস্ত্র যত । সপের মণির প্রায় জ্বলে শত শত ॥ ব্যস্ত হ’য়ে উত্তর জিজ্ঞাসে ধনঞ্জয় । "ধনু অস্ত্র কোথা দেখি সব সপময় ॥ দেখিয়া অদ্ভুত কৰ্ম্ম কম্পয়ে হৃদয় । ছেৰ্ণধার থাকুক কাৰ্য্য দেখি লাগে ভয় । পার্থ বলে সপ নহে ধনু অস্ত্ৰগণ । শুনিয়া উত্তর পুনঃ বলিছে বচন ॥ অদ্ভুত বিচিত্র দেখি তরু তাল সম । মণিরত্বে বিভূষিত ধনু মনোরম ৷ মৃগচিহ্ন হুলে যার দুরাকর্ষ দেখি । কোন মহাবীর হেন ধনু গেল রাথি । বিচিত্র দ্বিতীয় ধনু রিপুকুলধ্বংস । কাহার বিচিত্র ধনু অগ্নি হেন জ্বলে ৷ চতুর্থ অদ্ভুত ধনু দেখি যে কাহার । চতুর্দশ ব্যত্র পৃষ্ঠে শোভিত যাহার ॥ কাহার এ ধনু পৃষ্ঠে হেমশিখা শোভা । মণিরত্ন বিভূষিত শতচন্দ্র আভা ৷

i t বিচিত্র শকুনিপত্র বিভূষিত শর। পূর্ণ দেখি ছয় গোট তুণ মনোহর । দ্বিতীয় ধনুক হেম বিদ্যুতে শোভয় । ছয় হংসচিত্র ধৰ্ম্ম নৃপতি ধরায় ॥ সত্তরি সহস্ৰ বল ধনুক নিৰ্ম্মাণ । দ্রোণাচাৰ্য্য গুরু পূর্বে মোরে দিল দান