পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৪৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বরাটপর্ব। ] নীলগ্ৰাবযুদারভুষণশতং পীতাংশুচুড়োজ্জলং । 8ፃo উত্তর বলিল মোরে হৈলা কৃপাবান । উই মোরে নিজকৰ্ম্ম করিলে বাখান । মাজ্ঞা কর কোন কৰ্ম্ম করিব এখন । শুনিয়া অর্জন বীর বলিল বচন ॥ সারথি হইয়া তুমি থাক মম রথে । কৌতুক দেখহ কুরুসৈন্তের মধ্যেতে ॥ উত্তর বলিল আমি তোমার প্রসাদে । - সকল ভুবন আজি দেখি তৃণপদে ॥ বিষ্ণুর দারুক আর ইন্দ্রের সারথি । আদুশ সারথি-কৰ্ম্মে আমার শকতি ॥ মহাভারতের কথা স্থধার সাগর । কাশীরাম দাস কহে শুনে সাধু নর ॥ অৰ্জ্জুনে যুদ্ধে আগমন ও গেtধন মোচন যুদ্ধক্ষেত্রে উপনীত ইন্দ্রের নন্দন । গৰ্ভেয়ে বানর ধ্বজ শ্বেত অশ্বগণ ॥ .ীণশ এক অন্তরে করিয়া নিরীক্ষণ । বৈরাটীর প্রতি তবে বলেন বচন ॥ রিভিতে দেখিতেছ বহু রথিগণ । সৰ্য্যোধনে নাহি দেখি কিসের কারণ ॥ পশ্চাতে করিব যুদ্ধ রাজারে খুজিব । শ%গ্র চল তোমার গোধন ছাড়াইব ॥ থস ভিতে রাখ রথ যথা গণভাগণ । শুনি রথ চালাইল বিরাট-নন্দন ॥ পরে থাকি ভাষ্ম কুপে করিল প্ৰণতি । স"র বfণ মরিলেন আচার্য্যের প্রতি ॥ ইষ্ট শর পড়িল গুরুর পদতলে । সী অস্ত্র পরশিল দুই কণমূলে। "রথি কহিল দেব কর তাবধান : ধরি জনেরে কেন এতেক সম্মান ॥ "গয়া কহিল গুরু প্ৰহারি এ নয় । শধর্থামধিক মম পুত্র ধনঞ্জয় ॥ ** ? গৈল অস্ত্র চরণে পড়িল । **ণ ধরিয়া মোরে প্রণাম করিল। * বাণ পরশিল দুই কর্ণে অrর । *ক কৰ্ণে কছিল সকল সমাচার ॥ আর কর্ণে কহিল আইলাম আমি । ত্রয়োদশ বৎসর সময় অনুক্রমি ৷ যথোচিত ভাগ দিতে কহ দুর্য্যোধনে । যুদ্ধ নাহি ভালে ভালে যাও এইক্ষণে ॥ ইহার উত্তর আমি করিব বিধান । এত বলি প্ৰহারিলা দ্রোণ দুই বাণ ॥ এক বাণ শিরে চুম্বি ধরণী পড়িল । আর বাণ কৰ্ণমূলে প্রত্যুত্তর দিল ॥ উত্তর কহিল কহ পাণ্ডব প্রধান । কে তোমারে প্রহারিল এই দুই বাণ ॥ ভাগ্যে কর্ণমুলে বাণ না কৈল ঘাতন । মম চিত্তে মারিলেক বলহান জন ॥ পার্থ বলিলেন দ্রেণ গুরু সুবিদিত । সদাকাল তাহার আমায় বড় প্রীত । শিরেতে চুম্বন করি পড়িল যে বাণ । বহুদিন সমাগমে করিল কল্যাণ ॥ আর বাণ কৰ্ণেতে করিল প্রত্যুভর । শঙ্কা নাহি যত সাধ্য করহ সমর ॥ এত বলি পার্থের ইষ্টল মনস্তাপ । কোথায় আছয়ে দুষ্ট কুরুকুল পাপ । আজি তারে দিব আমি সমুচিত দণ্ড। কেবল রাখিব প্রাণ করি ল শুভ গু ॥ কাটিয়া মুকুট স্বর্ণছত্র নবদণ্ড । রথ গজ কাটিয়া করিব খণ্ড খণ্ড ॥ এই যে সমূহ সেন দেখহ উত্তর । শীঘ্র রথ লহু মম তাহার ভিতর ॥ দুৰ্য্যোধন লুকাইয়া আছে রথীমাঝ । সেই সে আমার শক্র অন্যে নাহি কাজ ॥ অস্ত্র মারি অফুল করিব সেনাগণ । তবে দুর্য্যোধনের পাইল দরশন ; অহঙ্কার মণি: যুক্ত , দু !চfর । আজি আমি গৰ্বচুর্ণ করব তাহর । এতেক বলিয়৷ ব’র তা হু প্রলেশিয়। : দুৰ্য্যোধনে নাহি পায় অনেক খুজিয়া । সৈন্য মধ্যে না পাইয়। রাজা দুৰ্য্যোধনে । সিংহ যেন দুঃখচিত্ত নিরামিষ বনে ॥