পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৪৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Գ8 উত্তরে বলেন এই দেখ বামভাগে । লুকাইয়া কুরুপতি আছে এই দিকে ॥ চালাও সত্বর রথ যথা দুর্য্যোধন । আজ্ঞামাত্র চালাইল বিরাট-নন্দন ॥ ইন্দ্রদত্ত কিরাট মস্তকে অতি শোভা । ইন্দ্রদত্ত কুণ্ডল কৰ্ণেতে সুৰ্য্য-আভা ৷ অগ্নিদত্ত গাওঁীব ধনুক বাম হাতে । অক্ষয় যুগল তুণ শোভে দুই ভিতে ॥ শঙ্খ সিংহনাদ করে কণ্ঠে মণিহার । কাকালে বন্ধন খড়গ ছুরি তীক্ষুধার ॥ রথের নির্ঘোষে গর্জে বীর হনুমান । আইল ইন্দ্রের পুত্র ইন্দ্রের সমান ॥ দৃষ্টিমাত্র সবে মূৰ্ছা হইয়া পড়িল । আছুক যুদ্ধের কায দেখি পলাইল ॥ অৰ্জুনেরে কহিলেন গঙ্গার তনয় । ভাগ্যে আজি দেখিলাম বীর ধনঞ্জয় ॥ ধৰ্ম্মজ্ঞ বান্ধবপ্রিয় বলে মহাবল । পাশাকাল দুঃখ স্মরি দিতে এল ফল । অন্য হেতু নহে এই দুর্য্যোধনে খুজে । সিংহ যেন মৃগী খুঁজি ফিরে বনমাঝে ॥ অামা হৈতে তান্তরে মিলিলে দুৰ্য্যোধন । এখনি লইয়া যাবে করিয়া বন্ধন ॥ এত চিন্তি দুৰ্য্যোধনে রক্ষার কারণ । শীঘ্ৰগতি ধাইয় আইল রথিগণ ॥ ফুৰ্য্যোধনে বেড়িয়া রহিল চারিপাশে । দেখিয়া অর্জুন বীর প্রকাশিয়া হাসে ॥ হাসিয়া বলেন শুন বিরাট-নন্দন । প্রাণভয়ে লুকাইয়া আছে দুর্য্যোধন ॥ চল অগ্রে তোমার গোধন ছাড়াইব । পাছে কুরুকুল ক্লাবে খুজিয়া মারিব ॥ রথ চালাইয়া দিল বিরাট-নন্দন । যথfয় বেড়িয়া সৈন্য আছয়ে গোধন ॥ এইস্থানে উত্তর ক্ষণেক রাখ রথ । সৈন্য ভাঙ্কির্গোধনে করিয়া দিই পথ ॥ এত বলি করিলেন পার্থ শরজাল । বিচিত্র বরুণ অস্ত্র যেন কালব্যাল ॥ বন্ধু কারণবাসসং ভয়হরং দেবং সদা ভাবয়ে ॥ মুঘলের ধারে যেন বর্ষে জলধর । চক্ষুর নিমিষে আচ্ছাদিল দিনকর ॥ নাহি দেখি অষ্টদিক পৃথিবী আকাশ । সূৰ্য্যপথ রুদ্ধ হয় না বছে বাতাস ॥ অস্ত্র-অগ্নি জ্বলে যেন খদ্যোত আকার । সৈন্যেতে অক্ষত জন না রহিল আর ॥ নাছি দেখি কোন দিকে পলাইতে পথ। । অপ্রমিত কুরুসৈন্য ভয়েতে আবৃত ॥ চমৎকার হৈয়া ডাকি বলে সৰ্ব্ব সৈন্য : ধন্য মহাবীর তব গর্ভবতী ধন্য । এতাদৃশ কৰ্ম্ম নাহি করে ত্রিভুবনে । তোমা বিন এ কৰ্ম্ম করিবে কোন জনে শুনি তবে পাৰ্থ বীর পূরি দেবদত্ত । যাহার শ্রবণে হয় রিপু হীনসত্ত্ব ॥ গাণ্ডীবে টঙ্কার দেন আকর্ণ পূরিয়া । রথের শেতাশ্ব চারি উঠিল গৰ্জ্জিয় ॥ ধ্বজে হুমুমান করে ভয়ঙ্কর নাদ । চারি শব্দে তিন লোকে গণিল প্রমাদ ! শূন্যেতে বিমান স্থায়ী যত জন ছিল । ঘোর শব্দে মূৰ্ছা সবে হইয় পড়িল । অজ্ঞান হুইয়া পড়ে যত কুরুদল । সৈন্যেতে বেড়িয়াছিল গোধন সকল । মহাশব্দে ধেনুগণ হুইয়া অস্থির । ভাঙ্গি সৈন্যদল বেগে হইল বাহির ॥ প্রলয় সমুদ্র কি রাপিতে পারে কুলে । বালিবান্ধে কি করিবে নদীস্রোত জলে ! উদ্ধ পুচ্ছ করিয়া ধাইল গাভী সব । দক্ষিণে বাহির হৈল করি হাম্বারব ৷ চরণ শৃঙ্গেতে মৰ্দ্দি বহু সৈন্যগণ । বাহির হইল সব মৎস্তের গোধন ॥ গোপগণ প্রতি বলে বীর ধনঞ্জয় । লয়ে যাও গরু পূর্বে আছিল যথায় ॥ উত্তরে হাসিয়া তবে বলুেন কিরীটি। গাভী মুক্ত করি তব দিলাম বৈরাটি । চিত্তে পাছে কর জিনিলাম সব কুরু । গৃহেতে লইয়া যাও আপনার গরু ॥ -* |