পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৪৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- تاسیس-سسسی 8b-b এক্ষণে ইহারে যদি মান্য না করিবে । নিশ্চয় জানিবে তাত সৰ্ব্বনাশ হবে ॥ শীঘ্ৰ উঠ তাত, অগ্রে প্রবোধ কস্কেরে। যেমত চিত্তেতে ক্রোধ না জন্মে তোমারে ॥ পুত্রের বচনে রাজ উঠি শীঘ্ৰগতি । কহিলেন সবিনয়ে ধৰ্ম্মরাজ প্রতি ॥ অনেক স্তবন রাজা করিল কঙ্কেরে । অজ্ঞানের অপরাধ ক্ষমহ আমারে ॥ ধৰ্ম্ম বলিলেন ব্যস্ত না হও রাজন । তোমারে আমার ক্রোধ নহে কদাচন ॥ আমার হইলে ক্রোধ পূৰ্ব্বেতে হইত । এখন তোমাতে ক্রোধ নাহি কদাচিত । পূৰ্ব্বেতে তোমারে ক্ষমা করেছি রাজন। অক্ষপাটি যেইকালে করিলে ঘাতন ॥ আমার ললাটে যেই শোণিত বহিল । যতন পূর্বক রক্ত পাত্রে ধরা গেল ॥ সেইমত রক্ত যদি পড়িত ভুতলে । তবে রাজ্য সহ নাহি থাকিতে কুশলে ॥ আমার শোণিতবিন্দু যেই স্থলে পড়ে । সে স্থানের রাজা প্রজা সকলেতে মরে ৷ উত্তর বলিল তাত কঙ্ক দয়াবান । কঙ্কের দয়াতে হৈল সবার কল্যাণ ॥ যখন সারথি মোরে আনিবারে গেল । বৃহন্নল আনিবারে কঙ্ক নিষেধিল ॥ বৃহন্নলা আসি যদি শোণিত দেখিত । এখনি জনক বড় অনর্থ হইত ॥ মহাভারতের কথা অমৃত-লহরী । যাহার প্রসাদেতে সংসার-বারি তরি । বিরাটরাজ সমীপে যুগ্ম সম্বন্ধে উত্তরের কল্পিত বর্ণন । । ತs নৱপতি চাহিয়া কুমার। জিজ্ঞাসিল কহ তাত যুদ্ধ সমাচার ॥ যে কৰ্ম্ম করিলে তুমি অদ্ভুত সংসারে । জর্জয় যে কুরুসৈন্য জিনিলে সমরে ॥ মোর সমান পুত্র না ছিল না হবে। মহিমা যশ সংসারেতে রবে t কান্ত বিশ্ববিমোহনং পশুপতিং মৃত্যুঞ্জয়ং ভাবয়েৎ । [ মহাভারত কহ তাত কেমনে জিনিলে কুরুগণ । কর্ণ মহাবীর যেই-বিখ্যাত ভুবন ॥ দেব দৈত্য যার যুদ্ধে নহে কেহ স্থির । কিমতে জিনিলে হেন কুরু মহাবীর ॥ ভীষ্ম দ্রোণ কৃপাচাৰ্য্য কর্ণ দুর্য্যোধন । | এক এক মহাবীর দ্বিতীয় শমন ॥ এই যে আশ্চৰ্য্য মম হইতেছে মনে । কিমতে করিলে যুদ্ধ তাহীদের সনে ॥ ধন্য ধন্য পুত্ৰ তুমি কুলের দীপক । বড় ভাগ্যবান আমি তোমার জনক ॥ উত্তর বলিল তাত কর অবধান । যখন সমরে আমি করিমু প্রয়াণ । বহু সৈন্য দেখিয়া হইল মম ভয় । ! হেনকালে আসে এক দেবের তনয় ॥ আপনি হইয়। রর্থী করিলেন রণ । কুরুবল সমরে জিনিল সেইক্ষণ ॥ অদ্ভুত র্তাহার কৰ্ম্ম নাহি দেখি শুনি । একমুখে কি কহিব তাহার কাহিনী ॥ লণ্ডভণ্ড করিলেন অপ্রমিত সেনা । ! যতেক পড়িল তাত নাহিক গণন ॥ দয়া করি তোমারে সঙ্কট হাম তারি । কুরুসৈন্য হৈতে গাভী দিলেন উদ্ধারি ॥ জিনি নাহি আমি পিতা কুরুসৈন্যগণ । মুক্ত করি নাহি আমি একটা গোধন ॥ শুনিয়া কহিল রাজা কহ পুত্র মোরে । কি হেতু সে দেবপুত্র রাখিল তোমারে । | কোথায় নিবাস র্তার গেল সে কোথায় । পুনৰ্ব্বার দেখা কি পাইব আমি তায় ॥ উত্তর বলিল তিনি আছেন এই দেশে । | | আজি কিম্বা কালি কিম্ব তৃতীয় দিবসে ॥ | হেথায় আসিবে সেই দেবের নন্দন । ! শুনিয়া বিরাট রাজা আনন্দিত মম । অন্তঃপুরে যান তবে যথা কন্যাগণ । উত্তরাকে দিল যত আনিল বসন ॥ | যার যে নিবাস স্থানে নিবসিল গিয়া । কাশীদাস কহে কৃষ্ণপদ ধেয়াইয়া ॥