পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বর্গীয় কাণীরাম দাসের সংক্ষিপ্ত জীবনী। বর্ধমান জেলার উত্তরাংশে ইন্দ্রাণী পরগণার অন্তঃপাতী কাটোয়ার সন্নিকট সিন্ধিগ্রামে কাীরাম দাসের বাসস্থান। কাশীরাম দাপের সবিশেষ জীবনবৃত্তান্ত অবগত ৪ইগর কোনও উপায় নাই। তংপ্রণীত মহাভারত পাঠে, কাােয়ার নিট স্থানে বিশ্বাসযোগ্য প্রমাণে, অনেক অনুসন্ধান করা হইয়াছে। আদিপর্ব্বের শেষভাগে লেখা আছে- ইন্দ্রাণী নামেতে দেশ পূর্ব্বাপর স্থিতি। দ্বাদশ তীর্থেতে যথা বৈসে ভাগীরথী কায়স্থকুলেতে জন্ম ব'স সিন্ধি গ্রামে। প্রিয়ঙ্কর দাস পুত্র সুধাকর নামে কৃষ্ণদাসাহুল গদাধর জ্যেষ্ঠ ভ্রাতা ॥” তৎপুত্র কমলাকান্ত কৃষ্ণদাস পিতা। আবার কেহ কেহ বলেন, হুগলী জেলার অন্তর্গত ইন্দ্রাণী-নামক স্থানে কাশীরাম দাসের বাগস্বাম প্রমাণার্থ তাহারা ককিঙ্কণ চণ্ডী হইতে নিঃয়র কয়েকটি শ্লোক উল্লেখ করিয়াছেন।- মণ্ডলহাট ডাহিনে আছে, থাকিব হাটের কাছে, আনন্দিত সাধুর নন্দন। সম্মুখে ইজান, ভুবনে ছন্নত জানি, দেব আসে যাহার সদন। ডাইনে ললিতপুর, বাহিল ইন্দ্রাণী। 'ইন্দ্রেশ্বর পূজা ফৈল দিয়া ফুল পাশি ॥ লহনা খুলনা কাছে মাগিয়া মেলানি। বাহিয়া অঞ্চ নদী পাইল টাই ॥ প্রথমোক্ত গোৰু পাঠে স্পষ্টই জানা যায় যে, কান্টরামদাস কারকুলোবে ছিলেন ও সিন্ধিপ্রমে তাহার বাসভূমি ছিল। সিদ্ধিগ্রামের সরিফটে ভাগীরথীর ধারে ধারে পীরের ঘাট, বারহুয়ারী ঘাট ইত্যাদি ঘাট' শব্ৰায় ১২টি তীর্যঘাট আছে, এবং তথায় ইন্দ্রেখরনায়ক নির্বস্থানের চিহ্নও পন্থাপি প্রসিদ্ধরূপে বর্তমান প্রহিয়াছে। নতূহলে ইহাও বলা আবগুক যে, ইজান্ট পরগণার অন্তর্গত মঙরহাটের সন্নিকট শেষহটি একটি ডেরাট হাট-শৰাৰ গ্ৰন্থ আছে। দুর্ভের হাট বার খাট, তিন চণ্ডী ডিসেম্বর। এই যে বলিতে পারে, তার ইজান্টতে ঘর" আর লোক-পরম্পরীয় শুনা গিয়াছে যে, সিদ্ধিগ্রামে যে স্থলে কাশীরাম দাসের বাস ছিল, তথায় একখানা পুষ্করিণী আছে, উহাকে ও দেশে পুকুর বলিয়া থাকে৷