পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( е е ब्रद्धक्वांक्श्वांझ्नश কুরংরক্তস্য রক্ত বাসসমৃ। T[बशउब्रल রাজা বলিলেন মুনি বলিলা প্রমাণ । তপঃযোগ সাধিয়া পাইল দিব্যগতি । যে হেতু চিন্তিত আমি বলি সে বিধান ॥ ; রাজ্যতে হইল রাজা বাহু নরপতি । যুবাকাল গেল মম পুত্র না হইল । এই হেতু মনস্তাপ মনেতে রহিল ॥ সকল হইতে সেই জন অতি দীন । সৰ্ব্ব স্থখ বিহীন যে হয় পুত্রহীন ॥ জলহীন নদী যেন নহে স্থশোভন । পদ্মহীন সর ফলহীন তরুগণ ॥ চন্দ্র বিনা রাত্রি যেন সৰ্ব্ব অন্ধকার । শাস্ত্রবিদ্যাহীন যেন ব্রাহ্মণ-কুমার ॥ ধৰ্ম্মহীন জন যেন ধনহীন গৃহী । জীবহীন জন্তু যেন দন্তহীন অহি । পুত্রহীন জনের জীবন অকারণ । এই হেতু চিন্তা মম শুন তপোধন ॥ এত শুনি হৃদয়ে ভাবিল মুনিবর। রাজারে চাহিয়া পুনঃ করিল উত্তর ॥ পুত্রেষ্টি করহ রাজা করিয়া যতন । মহাবলবন্ত হবে তোমার নন্দন । পরাজিবে সকল পৃথিবী বাহুবলে । হইবে তনয় তব যজ্ঞ-পুণ্যফলে ॥ এত বলি অন্তৰ্হিত হন তপোধন । করিল পুত্রেষ্টি রাজা করি আয়োজন ॥ স্বমতির গর্ভে হয় যুগল নন্দন । পরম স্বন্দর রীপ নৃপতি-লক্ষণ ॥ কুমতির গর্ভে হৈল একমাত্র পুত্র । দিনকর সম তেজ তেজপুঞ্জ গাত্র ॥ দিনে বাড়ে সবে রাজার নন্দন । পুত্ৰ দেখি নরপতি আনন্দিত মন ॥ স্বমতির গর্ভে হৈল দুই গুণধাম । পাইলেন তালজঙ্ঘ হৈহয় যে নাম ॥ রূপে গুণে অনুপম কুমতিনন্দন । বাহু নাম রাখিলেন বাছিয়া রাজন ॥ কত দিনে বৃদ্ধকালে বৃক নরপতি । তিন পুত্রে ডাকিয়া আনিল শীঘ্ৰগতি ॥ তিন পুত্রে রাজ্যধন ভাগ করি দিল । ভাৰ্য্যা সহ নরপতি অরণ্যে চলিল ॥ রাজার পালনে প্রজা দুঃখ নাহি জানে । একচ্ছত্র নরপতি এ মর্ত্য ভুবনে ॥ মহাধৰ্ম্মশীল রাজা বৃকের নন্দন । নিরন্তর যজ্ঞে রত অন্য নাহি মন ॥ অযোনিসম্ভব কন্যা নামে সত্যবতী । বিবাহ করিল শুনি আকাশ ভারতা ॥ এক ভাৰ্য্যা বিনা তার অন্যে নাহি মতি । পুরুরবা রাজা যেন বুধের সন্ততি ॥ কতদিনে ঋতুযোগে রাণী গর্ভবতী । গণিয়া গণকগণ কহিল ভারতী ॥ ইহার গর্ভেতে যেই হইবে নন্দন । ত্রিভুবনে রাজা হবে সেই বিচক্ষণ ॥ অস্ত্রে শস্ত্রে বিজ্ঞবর মহাধনুৰ্দ্ধর । করিবেন শত অশ্বমেধ নরবর ॥ শুনি আনন্দিত রাজা হইল অন্তরে । বহু পুরস্কার দিল ব্রাহ্মণগণেরে ॥ তবে কত দিনান্তে নারদ তপোধন । হৈহয় রাজার পুরে করিল গমন ॥ নারদে দেখিয়া রাজা অভ্যর্থনা করি । বসাইল দিব্য রত্ন-সিহাসনোপরি ॥ পাদ্য অৰ্ঘ্য দিয়া রাজা পূজন করিল। মুনিবরে বিনয়পূর্বক জিজ্ঞাসিল ॥ সৰ্ব্বশাস্ত্রে বিজ্ঞ তুমি কুলপুরোহিত । বশিষ্ঠ-মুখেতে তব শুনিয়াছি নাত ॥ জ্ঞাতি মধ্যে যেই ধনে জনে বলবান । ক্ষত্রিয়েতে সেই শক্র গণি যে প্রধান ॥ বলে ছলে শক্রকে না ক্ষমি কদাচন । হেন নাত শাস্ত্রতে লেখেন মুনিগণ ॥ কহ মুনি আম। প্রতি ইহার বিধান । নারদ বলেন রাজা কহিলে প্রমাণ । বলে ছলে শক্রকে না ক্ষমিবে কথন । নিজবশে আনি পরে করিবে নিধন । কহিলা প্রমাণ রাজা না হয় অন্যথা । শক্রকে করিবে নষ্ট পাৰে যথা তথা :