পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫০৮ আঘুর্ণিতং নিজমদম্বলিতং স্বকাস্তং ভজেন্মহাস্তং হরিপাগলাখ্যং। [ মহাভারত | ভকতবৎসল আমি ভক্তের কারণে । আত্মদান করিয়া সন্তোষি ভক্তজনে ॥ সে কারণে বশ আমি হইনু তোমার । , বর বাঞ্ছা আছে যদি মাগ সারোদ্ধার ॥ এত শুনি কহিলেন অমর-জননী । যদি বর দিব। তবে দেব চক্রপাণি ॥ নিষ্কণ্টক করি দেহ মম পুত্ৰগণে । ইন্দ্রের ইন্দ্রত্ন নিল অম্বর দারুণে ॥ নররূপ ধরিয়া আমার পুত্ৰগণ । সঙ্গোপনে মহীতলে করিছে ভ্রমণ ॥ গুরু আরাধিয়া বলি মহাবল ধরে । আমার তনয়গণে জিনিল সমরে ॥ . পুত্ৰগণ ক্লেশ আমি দেখিতে না পারি। এজন্য তপস্যা করি অভাগিনী নারী ॥ মম পুত্ৰগণে দেহ নিজ অধিকার । অস্করের অহঙ্কার করহ সংহার ॥ দৈত্যারি পুণ্ডরীকাক্ষ শ্ৰীমধুসূদন । এই বর আজ্ঞা মোরে কর নারায়ণ ॥ এত শুনি গোবিন্দ করিলা অঙ্গীকার । তামার গর্ভেতে আমি হ’ব অবতার ॥ রিয়া বামনরূপ ছলিব বলিরে । তব পুত্ৰগণেরে স্থাপিব অধিকারে ॥ Iাখিব অদ্ভুত কীৰ্ত্তি যাইব ধরণী । এত শুনি কহিলেন কশুপ-ঘরণী ॥ }পহাস কর প্রভু হেন লয় মনে । মামার গর্ভেতে তুমি জন্মিবা কেমনে ॥ নিন্ত ব্রহ্মাণ্ড তব এক লোমকূপে । তামারে গর্ভেতে আমি ধরিব কিরূপে ॥ fর তত্ত্ব যোগিগণ না পায় উদ্দেশে । কল স সার মুগ্ধ যার মায়াবশে ॥ tহারে কিরূপে আমি করিব ধারণ । ন বুঝি উপহাস কর নারায়ণ ॥ সিয়া কহেন হরি উপহাস কেনে । iমভাবে নাহি ভাবি আমি ভক্তজনে ॥ ক্তজন সবে পারে আমায় ধরিতে। সতীসাববী ভক্তি সাধিলে আমাতে ॥ এত বলি স্বস্থানে গেলেন নারায়ণ । প্ৰণমিয়া দেবমাতা করিল গমন ॥ " স্বামীরে কহিল দেবী এ সব কাহিনী । শুনি তুষ্ট হইল কশ্যপ মহামুনি ॥ তবে কত দিন পরে দেব দামোদর । করিলেন স্থপবিত্র অদিতি উদর ॥ দেবরূপ ধরে তবে দেবের জননী । দেখিয়া বিস্ময়াপন্ন হইলেন মুনি ॥ জন্মিলেন নারায়ণ জানিয়া নিশ্চয় । নানা স্তুতি করিলা কশ্যপ মহাশয় ॥ নমো নমো নারায়ণ অখিলপাবক । নমো যজ্ঞকার হিরণ্যাক্ষ বিনাশক ॥ নমস্তে নৃসিংহরূপী দৈত্য-বিনাশন। নমঃ সৰ্ব্বময় নমো জগৎপালন ॥ ব্ৰহ্মাণ্ডনায়ক নমো নমো জগৎপতি । নমঃ কুৰ্ম্ম অবতার মোহিনী আকৃতি। নমো জগৎপতি তুমি নমো নারায়ণ । সৰ্ববতুতে আত্মারপে তোমার ভ্রমণ ॥ তুমি স্বজ তুমি পাল করহ সংহার । তোমার বিভূতি দেব সকল সংসার ॥ শিষ্টের পালন কর দুষ্টের সংহর । সে কারণে মম ঘরে হৈল অবতার ॥ নমস্তে বামনরূপ আদি সনাতন । এইরূপে স্তুতি করিলেন তপোধন ॥ স্তুতিবেশে প্রসন্ন হইয়া পীতবাস । কগুপের পুত্ররূপে হইল প্রকাশ ॥ অদিতি গর্ভেতে জন্ম লইলেন হরি । সম্বরি বিরাট বেশ খর্ব মূৰ্ত্তি ধরি ॥ জন্মমাত্র কহিলেন পিতারে কুমার । ঝটিতে আমারে কর ব্রাহ্মণ-সংস্কার ॥ শুনিয়া কশ্যপ মুনি শুভক্ষণ করি । আপন-পুত্রের গলে দিলেন উত্তরি ॥ কশ্বাপেরে কহিলেন প্রভু নারায়ণ । মহাযজ্ঞ করে বিরোচনের নন্দন ॥ অসংখ্য অদ্ভুত ধন দ্বিজে করে দান । সে কারণে তথা আমি করিব প্রয়াণ ॥ ད།───=ཟས་ཟ། །