উদ্যোগপৰ্ব্ব । ]
নবন্ধ অবতার কৃষ্ণ যদুমণি । ’
নর পুরাণে র্যার মহিমা বাখানি ॥ a কৃষ্ণ সূতবৃত্তি করিবে তোমার । sর বাক্য ন বুঝিয়া বল বারে বার |
ৰু ভক্তিবশ হন দেব হৃষীকেশ । ক্রের বাসন পূর্ণ করেন অশেষ ৷ উরুপে কহিল বিদুর মহামতি । নে কিছু উত্তর না দিল কুরুপতি ॥ iভ হৈতে উটি রাজা গেল অন্তঃপুরে ।
ললেন কুরুগণ যে যাহার ঘরে ॥ হাভারতের কথা অমৃত-সমান । চালীরাম দাস কহে শুনে পুণ্যবান ॥
দ্বারকায় শ্রীকৃষ্ণের নিকট উলুকের গমন ।
ড্রেন্মেজয় জিজ্ঞাসিল কহ তপোধন । তঃপর কি করিল কুরুর নন্দন ॥ বে দ্বারকায় দূত গেল কোন জন । তমুখে শুনি কি কহিলা নারায়ণ ॥ বরিয়া মনিবর কহিবা অামারে ।
র্য্যাধন আজ্ঞায় উলুক অনুচর । ঐগতি চলি গেল দ্বারকানগর ॥ ঞ্চের সাক্ষাতে গিয়া হন উপনীত ।
বং করি পত্র দিলেন ত্বরিত ॥ উলেন পত্র কৃষ্ণ ঈষৎ হাসিয়া । ঠান্তরে কহিছেন দূতেরে চাহিয়া ॥ * ফুল হিত আমি বিখ্যাত ভুবন ।
ফুলের হিত চিন্তি অনুক্ষণ ॥ ধ্যাধন কহ গিয়া বচন আমার ।
ভাই বিরোধিয়া কি কাৰ্য্য তোমার ॥ 'न:ङ अष्टीङ बटश् পাণ্ডুর নন্দন । *:ধর হাতে তোম। রাখিল অর্জন ॥ ভীমধ্যে পূৰ্ব্বে যেই করিল নির্ণয় । Rাতে হইল মুক্ত পাণ্ডুর তনয় ॥
چی۔
মোচরা সিংহের ধ্যান—ওঁ রক্তাক্তাঙ্গনেত্ৰো—
i ! | |
•
t | o ! : I t | | t I i
i.
¢२>
আপনি কহিলে তুমি সভা বিদ্যমান ।
সত্য হৈতে মুক্ত হৈলে পাণ্ডুর সন্তান ।
পুনৰ্ব্বার আপনার পাবে রাজ্য ধন । তবে কেন কলহ করিতে কর মন ॥ সমুচিত পাণ্ডবের বিভাগ যেই হয় । তাহা দিয়া প্রীতি কর পাণ্ডুর তনয় ॥ এইরূপে দুর্য্যোধনে কহিবে আপনে । পশ্চাতে যাইব আমি সব বিদ্যমানে ॥ সারথির হেতু যাহ কহিলে আমারে । করিব সারথ্য পণ র্তাহার গোচরে ॥ কিন্তু অগ্রে আমারে কহিল ধনঞ্জয় । অঙ্গাকার করিয়াছি শুন মহাশয় ॥ তথাপি তোমার বাক্য না পারি খণ্ডিতে । আপনি আসিবে হেথা আমারে বরিতে ॥ আসিবে আমীরে পার্থ করিতে বরণ । পঞ্চম দিবসে সে করিবে আগমন ॥ আমারে আসিয়া অগ্ৰে যে জন বরিবে । তাহার সারথ্য মম করিতে হইবে ॥ তবে যদুগণ ল’য়ে দেব জগৎপতি । গুপ্তরূপে মন্ত্রণা করেন মহামতি ॥ কৌরব পাণ্ডবে হইবেক মহারণ । সে কারণে দুর্য্যোধন দিল নিমন্ত্রণ ॥ পাণ্ডব আমারে পূর্বে করিল বরণ । দুই কুল হিত আমি জানে জগজ্জন ॥ কাহার সাপক্ষ হব করিব কেমন । ইহার স্বযুক্তি যাহা কহ সৰ্ববজন ॥ এত শুনি কহিল সকল যত্নগণ ।
কপটি কুবুদ্ধি থল রাজ দুৰ্য্যোধন ॥
তাহার সাপক্ষ হৈতে উচিত না হয় । বিশেষ তোমার প্রিয় পাণ্ডুর তনয় ॥ তোমারে বরিতে যদি আসে তুৰ্য্যেfধন ।
তাহার সহায় দেহ কিছু সৈন্যগণ
কপট করিয়া তার কর উপকার । আমাদের চিত্তে লয় এই সুবিচার ॥ যদুগণ বিচার শুনিয়া নারায়ণ । শিল্পকারগণে আজ্ঞা দিলেন তখন ॥
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫২৯
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
