পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৩০

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে ঝাঁপ দিন অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।


৫২২ এক সিংহাসন দেহ আমার অগ্ৰেতে । আজ্ঞামাত্র শিল্পকার লাগিল গঠিতে ॥ হইল দিবসত্রয় মধ্যে সিংহাসন । গোবিন্দের অগ্ৰে আনি দিল সেইক্ষণ ॥ অনন্তর পঞ্চম দিবসে নারায়ণ । করিলেন বাহির মন্দিরেতে শয়ন ॥ সঙ্কীর্ণ রহিল স্থান শিতানের পানে । রত্ন সিংহাসন রাখিলেন সেই স্থানে ॥ পাছে রাখিলেন স্থান বুঝিয়া বিস্তার। অচেতন নিদ্রা যায় দৈবকীকুমার ॥ মহাভারতের কথা অমৃত-সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ॥ sa- = Bm উলুকের পুনরাগমন ও হর্য্যোধনের দ্বারকায় আগমন । দূত গিয়া দুৰ্য্যোধনে কহিল বারত । আপনি বরিতে কৃষ্ণে তুমি যাহ তথা ॥ আপনি অর্জন আসি বরিবে কৃষ্ণেরে । সে কারণে নারায়ণ কহিল আমারে ॥ প্রথমে আমারে আলি যে জন বরিবে । তার পক্ষ অবশ্য আমাকে হ’তে হবে ॥ সম্বন্ধে সমান মম কুরু পাণ্ডুগণ । , দুই কুল হিত আমি চিন্তি অনুক্ষণ ॥ আর যে কহিলা তাহ শুন কুরুপতি । পাণ্ডবের সহ তোমা করিতে পরিতি ॥ পাণ্ডবের সহিত বিরোধে নিষেধিল । সন্ম রাজগণ তাহে অনুমতি দিল ॥ এইরূপে দুতবাক্য শুনি মহারাজ । মুহূর্তেকে তথা গেল, না করিল ব্যাজ ॥ অল্প সৈন্য সঙ্গে নিল শীঘ্ৰ যাইবার । হক্টলেন দ্বারকানগরে অগ্রসর । দুর্য্যোধন উত্তরিল দ্বারকণনগরে । সৈন্ত সব রাখিলেন পুরীর বাহিরে ॥ একেশ্বর পুরে প্রবেশিল কুরুনাথ । যেই গৃহে শয়নে আছেন জগন্নাথ ॥ ভয়দে জনানাং, শূলং সপাশংকর পঙ্কজেন । - [बशउॉब्रड। তথা গিয়া উত্তরিল রাজা ছুৰ্য্যোধন T অচেতনে নিদ্রা যান দেব নারায়ণ ॥ দেখে দিব্য সিংহাসন কৃষ্ণের শিয়রে। বারিপূর্ণ ভূঙ্গ তার দেখিল আধারে ॥ বিস্ময় মানিয়া রাজা ভাবে মনে মন । আমার মর্য্যাদ বেশ জানে নারায়ণ ॥ না আসিতে হেথা আমি দিব্য সিংহাসন। আপন শিয়রে কৃষ্ণ করেছে স্থাপন ॥ পাদ্য অর্ঘ্য রাখিয়াছে দিব্য জলাধার । আমার সন্ত্রম হেতু নানা উপচার ॥ নিশ্চয় হবেন কৃষ্ণ আমার সারথি । এত বলি সিংহাসনে বসিল ভূপতি ॥ আইলেন ধনঞ্জয় পরে ভক্তি করি । প্রবেশিল একাকী যাইয়া অন্তঃপুর ॥ বস্তুদেব উগ্রসেন আদি যদুগণে । একে একে প্রণাম করিল জনে জনে ॥ মাতুলগনেরে পার্থ করিয়া সম্ভাষ । তথা হৈতে চলিলেন যথা শ্ৰীনিবাস ! অচেতন শয়নে আছেন নারায়ণ । শিয়রে বসিয়া তার রাজ,দুৰ্য্যোধন । সিংহাসনে বসিয়াছে বাসবের প্রায় । দেখি চিত্তে চিন্তিত হইল পার্থ তায় ॥ ভাবিয়া চিন্তিয়া পার্থ যুক্তি করি মনে। বসিলেন গিয়া শেষে কৃষ্ণের আসনে ॥ কৃষ্ণপদকমল চাপেন ধীরে ধীরে ! দেখি দুর্য্যোধন ক্রুদ্ধ হইল অন্তরে । মনেতে ভাবিয়া তবে কহে অৰ্জ্জনেরে । কুরুবংশে জন্মি হেন কদাচার করে । বংশের অধম এই কুলের অঙ্গর । কোন বার্বরাক এই দৈবকীকুমার । আমারে না করে শঙ্কা নাহি লাজ মনে । ব্যর্থ নাম পার্থ বলি ধরে অকারণে ৷ এইরূপে মনে মনে নিন্দিছে রাজন । সব জানিলেন অন্তৰ্য্যামী নারায়ণ ীি তথাপি উত্তর কিছু না দিলেন হরি । নিদ্রায় অলস যেন সিংহাসনোপরি এ