পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভোগপৰ্ব্ব । ] হেলাম হিতবাক্য তোমারে রাজন । }ং বলি প্রবোধ দিলেন নারায়ণ ॥ লৈ ধৰ্ম্মের ভয় আনন্দিত মন । বে ভীম ধনঞ্জয় আর মস্ত্রিগণ ॥ কে একে রাজাকে কহিল বিবরণ । রোগ করহ রাজা করিবারে রণ ॥ কর বচনে ধৰ্ম্ম না কর সংশয় । হারে মারিলে নহে পাপের কারণ ॥ hমরা সহায় তব শঙ্কা কারে আর । iাজ্ঞামাত্র কৌরবেরে করিব সংহার ॥ । ছায় সর্বস্ব তব দেব জগৎপতি। }হার প্রসাদে জয় হবে নরপতি ॥ ছিলেন ধৰ্ম্ম ইহা কভু নহে আন । মরি সহায় সর্ববস্ব যে নারায়ণ ॥ হার প্রসাদে ভয় নাহি ত্ৰিজগতে । iাপিও চাহে লোকে ধৰ্ম্মের তরেতে ॥ দূত কৰ্ম্ম নহে কহি এ কারণ । রু সভামধ্যে তুমি যাও নারায়ণ ॥ তিধৰ্ম্ম কহিয়া বুঝাবে দুৰ্য্যোধনে । চরাষ্ট্র জ্যেষ্ঠতাত জাহ্নবী-নন্দনে ॥ kমে কহিবা অৰ্দ্ধ রাজ্য ছাড়ি দিতে । জন রত্ন যেই ছিল ইন্দ্রপ্রস্থে ॥ ধাপর অধিকার ছিল মম যত । ই দিয়া প্রীতি কর পাণ্ডব সহিত ॥ ঙ্গি যে ছিল তাহা হইয়াছি পার। 5 কেন রাজ্য ছাড়ি ন দিবে আমার ॥ ংি নিলে ধৰ্ম্মে বল তরিবে কেমনে। ং ভাই যুদ্ধ হৈলে কি হয় সাধনে ॥ গণ পড়িবে পড়িবে বন্ধুগণ । ক্ষে হবে সৰ্ব্ব কুল-বিনাশন ॥ *রণে যুদ্ধ কর্য্যে নাহি প্রয়োজন । * ৰাজ্য দিয়া তোষ পাণ্ডবের মন ॥ "° কহিবা তারে করিয়া বিনয় । *ীল রাজা পাণ্ডুর তনয় ॥ ধ্যায়েৎ সদা ক্রোধযুতং ঘণ্টা ঘর্ঘর বাদিনং | | | | Qミ? রাজ্য দেশ বৃত্তি যত অশ্ব ধন জন । সকল ছাড়িয়া দিল তোমার কারণ ॥ পঞ্চ ভাই পাণ্ডবেরে পঞ্চ গ্রাম দেহ । সাগর অবধি রাজ্য সকল ভুঞ্জছ । ইন্দ্রপ্রস্থ কুশস্থল বারণানগর । হস্তিনার উত্তরে হকান্তি গ্রামবর ॥ পাণ্ডব নগর গ্রাম তাহার দক্ষিণে । এই পঞ্চ গ্রাম দিয়া তোষ পঞ্চজনে ॥ এইরূপে বুঝাইবে রাজা দুর্য্যোধনে । তোমার বচন যদি ন৷ শুনে শ্রবণে ॥ আপনার দোষে দুষ্ট হইবে নিধন । এতে পােপ কলঙ্ক না হবে নারায়ণ ॥ অধৰ্ম্ম করিলে পাপ হইবে অপার । লোক ধৰ্ম্ম ভাল মন্দ নহিবে বিচার ॥ তার পাপে হইবেক জ্ঞাতিগণ ক্ষয় । শীঘ্ৰগতি যাও তুমি কৌরব-আলয় ॥ গোবিন্দ বলেন রাজা যে অজ্ঞ। তোমার । ইহার উচিত বটে জানা একবার ॥ যদ্যপি সম্প্রীতে রাজ্য দেয় দুৰ্য্যোধন । দুই কুল রক্ষা হয় জীয়ে জ্ঞাতিগণ ॥ ভৗমার্জন বলিলেন নাছি লয় মন । সম্প্রীতে যে রাজ্য দিবে দুষ্ট দুৰ্য্যোধন । তাহাতে রাধেয় মন্ত্রী বড় দুরাচার । গান্ধারী নন্দন দুঃশাসন দুষ্ট আর ॥ এই তিন জনের বুদ্ধিতে দুৰ্য্যোধন । আমাদের সঙ্গে নাহি করিবে মিলন ॥ তথাপিও যাও তুমি ধৰ্ম্মের আজ্ঞায় । সাবধান হইয়। যাইবা হস্তিনায় ॥ কুবুদ্ধি কুমন্ত্রা খল রাজ। দুৰ্য্যোধন । একাকী পাইয়া পাছে করে কুমন্ত্রণ ॥ একারণে লও সঙ্গে মহারথিগণ । এক অক্ষৌহিণী সঙ্গে করুক গমন r গোবিন্দ বলেন মম ভয় আছে কারে । & শত দুৰ্য্যোধন মম কি করিতে পারে ॥ তবে যদি প্রবৃত্ত হইবে অহঙ্কারে । মুহূর্তেকে বিষ্ণুচক্রে মারিব সবারে ॥