পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদ্যোগপৰ্ব্ব । ] শুচিমুখের ধ্যান—ওঁ দীর্ঘাস্তনেত্রঃ পিশুনঃ tt ૨R cমেরু সমান রত্ন অসংখ্য কাঞ্চন । যাহে প্রীত হন কৃষ্ণ কহি শুন নীত । aজয় যদি কৃষ্ণে করে নিবেদন ॥ gহতে না হন প্রীত দেব দামোদর । ছয় অত্যন্স দিলে মানেন বিস্তর ॥ কুম্বিত হইয় যে কৃষ্ণপূজা করে । মে সঙ্কটে কৃষ্ণ উদ্ধারেন তারে ॥ মরুপে পুৰ্ণব্রহ্ম আদি নারায়ণ । বধান হয়ে তারে পূজিবা রাজন ॥ এত শুনি ধৃতরাষ্ট্র সানন্দ হৃদয় । লকে পৃণিত তনু হৈল অতিশয় ॥ ধরে চাহিয়৷ পরে বলিলা বচন । Wনাবাঞ্ছ। পূর্ণ মম হইল এখন ॥ কুরুক্ষ হবে বলি জানি জগন্নাথ । স কারণে আসিবেন আমার সাক্ষাৎ ॥ চমের ভাগ্যের সীমা বলিতে না পারি। # করিবারে হেথা আসেন শ্ৰীহরি ॥ সিঞ্চের মতি যেন কুমতি বিনাশিনী। দুৰ্য্যোধনে শান্তি বুঝাইবেন আপনি ॥ টর দ্রাণ কৰ্ণ কৃপ আর দুৰ্য্যোধনে । #ধ দিয়া আন শীঘ্র আমার সদনে ॥ }র দেখি কিবা বলে করিব বিচার । করূপ বুপিতে যুক্তি দেয় সে আবার ॥ উনিয়া বিছর তবে গিয়। সেইক্ষণ । re দিয়া আনাইল যত সভাজন ॥ fর ড্ৰোণ কুপ কৰ্ণ প্রতাপনন্দন । সমিত্রি আনাইল যত সভাজন ॥ ভাতে বসিল সবে সিংহ অবতার। ইত লাগিল তবে অম্বিকাকুমার ॥ মনস্কাম পূর্ণ হৈল এতদিনে । তথ্য ফুলের হিত চিন্তা করি মনে ॥ ই হর্য্যোধনে ধৰ্ম্মনীতি বুঝাইতে । * যে মাসিতেছেন হস্তিনাপুরীতে । *প পূজিব কৃষ্ণে বলহু আমারে । * বিধান তবে করিব বিস্তারে ॥ শুনি কহিলেন গঙ্গার তনয় । , "ার পুণ্যের ফল হইল উদয় ॥ বিচিত্র মন্দির কর শীঘ্র বিরচিত ॥ | ইন্দ্রের নগর তুল্য নগরপ্রধান । নানা রত্ন মাণিক্যেতে করহ নিৰ্ম্মাণ ॥ পথে পথে দেহ রাজা জলছত্র দান । স্থানে স্থানে রত্নবেদী করছ নিৰ্ম্মাণ ॥ অগুরু চন্দন ছড়া দেহ ত নগরে । করুক মঙ্গল বাদ্য প্রতি ঘরে ঘরে । গুবাক কদলী আনি রোপ সারি সারি । স্থানে স্থানে নানা যজ্ঞ মহোৎসব করি ॥ নট নটীগণ আর নৰ্ত্তক গায়ন । গোবিন্দ-গুণানুবাদ করুক কীৰ্ত্তন ॥ দিব্য বস্ত্র অলঙ্কার করিয়া হবেশ । চারি জাতি ল’য়ে বসে এই চারি দেশ ॥ আগুসারি আন গিয়া দৈবকীনন্দনে । পূজা কর গোবিন্দেরে এইত বিধানে ॥ তবে স্থখ নরপতি হইবে তোমার । মম চিত্তে লয় রাজা এইত বিচার ॥ এতেক বলিল যদি ভীষ্ম মহামতি । দ্রোণ রুপ আদি সবে দেন অনুমতি ॥ এইরূপে পূজা কৃষ্ণে হয় ত উচিত । i ধৃতরাষ্ট্র বলে মম এই লয় চিত ॥ দুৰ্য্যোধন বলে মম নাহি রুচে মন । এইরূপে কৃষ্ণপূজা কোন প্রয়োজন ॥ ক্ষ ভ্রধৰ্ম্ম পৃথিবীতে কে করে বাখান । কোন রাজগণ কৃষ্ণে করিল সম্মান ॥ শিশুপাল রাজা ছিল বিখ্যাত ভুবনে । কদাচিত মান্য নাহি করে নারায়ণে ॥ ! কপট করিয়া কৃষ্ণ সংহারিল তারে । জরাসন্ধ রাজ নিন্দ করিল তাহরে ॥ গোবিন্দেরে সে বলিল গোয়ালানন্দন । ক্ষত্রিয় অধম বলি করিত গণন ॥ বড়ই কপট ক্রুর রুক্মিণীর পতি । তারে মান্ত কদাচ না করি নরপতি ॥ মান্য কৈলে উপহাস করিবে সংসারে । | | l ক্ষত্রেরাজগণ কত কৃষ্ণে মান্য করে ॥