SzDDBBSY BBB BBkS BBBBBBBS BBBB BBB BBB
గ్రా--
@r○>
নক কৰ্ম্মরূপধারী, সমুদ্র মথনকারী,
জয় জয় নমস্তে শ্ৰীধর । নন্তে বামনরূপ, মোহহারী বলি তুপ, '
নমো নমো দেব দামোদর ॥
নমস্তে বরাহ কায়,
নমস্তে মোহিনী কলেবর । বোহুর মোহ যায়, রুদ্র তত্ত্ব নাহি পায়,
নমো নমঃ অখিল ঈশ্বর ॥ নমো নমো নারায়ণ, মহাদৈত্য-বিনাশন,
নমস্তে নৃসিংহ-রূপধারী। নমে রাম ভূগুকায়,
জয় জয় নমস্তে মুরারি ॥ নমো রবিবংশধারী, নমস্তে বামন হরি,
দুষ্ট শিশুপাল-বিনাশন । নমে রামকৃষ্ণতনু, বাস্থদেব অঙ্গজমু,
জয় প্রভু জয় নারায়ণ ॥ তুমি আদি তুমি অন্ত, তুমি সূক্ষ স্থূলতন্ত্র,
আত্মারপে সৰ্ব্বত্র বিহার ।
কট পক্ষী মৎস্য আদি, জীবজন্তু নিরবধি, ·
কেহ ভিন্ন না হয় তোমার ॥ তোমার চরণ সেবি, নারদাদি মহাকবি,
মৃত্যুঞ্জয় কৈল মৃত্যু জয় । সবিয়া তোমার পায়, ব্রহ্ম ব্রহ্মপদ পায়,
ব্ৰহ্মপদ দেহ মহাশয় ॥ নমো বুদ্ধ দেহধর, ভবিষ্যতি কলেবর,
নমঃ কল্কি মেচ্ছ বিনাশয় । নাহি তার কোন ভয়, সদা সে নির্ভয় হয়,
তব গুণ কথা যেই গায় ॥ আমরা অত্যন্নমতি, কি জানি তোমার স্তুতি,
না জানেন ব্রহ্মী হরি হর । পাণ্ডবেরা ইন্দ্রপ্রস্থে, চিরকাল মনঃস্বাস্থ্যে, নিৰ্ভয়েতে করিল আশ্রয় ॥ ইয্যোধন কুরুমণি, পাশায় সর্বস্ব জিনি,
সবারে পাঠায় বনবাসে । দেখি দুষ্ট দুরাচার, মানি সবে পরিহার, নিবাস করিমু এই দেশে ।
হিরণ্যাক্ষ বিনাশয়, ।
f ! i
l i
চিরকাল আছি আশে, পাণ্ডব আসিবে দেশে
পুনরপি যাইব তথায় । ধৰ্ম্ম যুধিষ্ঠির, ভীম পার্থ নহে স্থির,
না দেখিয়া তোমা সবাকায়ু ॥ তোমা সব বিনা কায়, দেখিবারে মা যু্যায়
পুত্রবৎ করিতে পালন ॥
আহা
স্মরি পাণ্ডুপুত্ৰগণ, ব্ৰহ্মবাসী প্রজাগণ, : মহাশোকে হৈল অচেতন ॥
তুষ্ট হয়ে নারায়ণ, আশ্বাসিয়া প্ৰজাগণ,
ক্ষত্রবংশ বিনাশয়, ,
হইয়া পাণ্ডব দূত,
! রুষিবে পাণ্ডবগণ,
বিচিত্র ভারত-কথা,
কহিতে লাগিলেন তখন । শোক না করিহ আর, যাও সবে নিজাগার,
শীঘ্র হবে পাণ্ডব দশন ॥ i
বুঝাইতে কুরুন্ধত, যাই আমি হস্তিন ভুবনে । পাণ্ডবের রাজ্যবাড়ী, যদি নাহি দেয় ছাড়ি,
দুৰ্য্যোধন আমার বচনে ॥
বলে লবে রাজ্যধন, কুরুবংশ করিয়া বিনাশ । এত বলি নারায়ণ, আশ্বাসিয়া প্রজাগণ, সেই দিন তথা করি বাস ॥ - ব্যাস বিরচিত গাথা, শুনিলে অধৰ্ম্ম হয় নাশ । কমলাকাস্তের স্থত, হেতু স্বজনের প্রীত,
বিরচিল কাশীরাম দাস ॥
হস্তিনায় শ্রীকৃষ্ণের উপস্থিত । মুনি বলে শুন কুরুবংশ চূড়ামণি ।
ব্রহ্মদেশে রাত্রি বঞ্চি দেব চক্রপাণি ॥
প্রাতঃকৃত্য নিবৰ্ত্তিয় অরোহিয়া রথে । মেলানি মাগিয়া চলিলেন হস্তিনাতে ॥ বিচিত্র মন্দির পথে পথে নানা বাস । দেখিয় বিস্মিত হৈল দেব শ্ৰীনিবাস ॥ কোন গানে মুনিগণে বেদ উচ্চারয় । কোনখানে বাদ্যকর হবাদ্য বাজায় ॥ নগরের প্রজাগণ দিব্য বেশ ধরি । চতুরঙ্গ দলে বসিয়াছে সারি সারে।
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৩৯
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
