পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূদ্যোগপৰ্ব্ব । ] পরিপূর্ণ বত্তে রক্তৈ: সমাংলৈৰ্ডয়দে জলানাং । (tOS) ಥ್ರ শীঘ্র তারে করিয়া বন্ধন । তাহাতে পাইল রক্ষা বিদুর কৃপাতে। ছেনে রাখিবে তারে করিয়া গোপন দ্বাদশ বৎসর দুঃখে ভ্ৰমিনু বনেতে ॥ শুনি অঙ্গীকার কৈল দুষ্টমতিগণ । ভিক্ষাতে যে করিলাম উদর পূরণ । হইল সানন্দ চিত্ত রাজ দুৰ্য্যোধন ॥ ক্ষত্র হয়ে করিলাম বিপ্র-আচরণ ॥ ബ =ബ বহু কষ্ট পেয়ে তবে গেনু পাঞ্চালেরে । বিzরের গুহে কুন্তীসহ শ্ৰীকৃষ্ণের দর্শন । পাঁচটি কুমার গেল ভিক্ষ অনুসারে । কছে জনমেজয় শুন তপোধন । আমার পুণ্যের ফল উদয় হইল । ইতঃপর কিবা করিলেন নারায়ণ ॥ সভামধ্যে লক্ষ্য বিন্ধি দ্রৌপদী পাইল ॥ দুৰ্যোধন-সভা হতে উঠি হৃষীকেশ । পুত্ৰগণ পক্ষ রাজা দ্রুপদ হইল । কিবা কৰ্ম্ম করিলেন কহ সবিশেষ ॥ দিনকত তথা মাত্র সুখেতে বঞ্চিল ॥ নি বলে শুন পরীক্ষিতের নন্দন । অনন্তরে দেশে এলে খল কুরুপতি । হিব পুরাণ কথা করহ শ্রবণ ॥ হরিবারে ইন্দ্রপ্রস্থে দিলেক বসতি ॥ মন্ত্যকি সহিত কৃষ্ণ চলিলা সত্বরে । আপন ইচ্ছায় ভাগ দিল যেবা কিছু। দেখেন বিদুর নাহি আপনার ঘরে ॥ তাহাতে সন্তুষ্ট হৈল মোর পঞ্চ শিশু ॥ বড়র বিদুর বলি ভাকেন শ্ৰীহরি । ধৰ্ম্মবলে বাহুবলে সঞ্চিল রতন । ছির হলেন কুন্তী শব্দ অনুসরি ॥ পিতৃ-আজ্ঞা ল’য়ে যজ্ঞ করিল সাধন ॥ বিন্দ দেখিয়া কুন্তী আনন্দে পূরিল। দেখিয়া বৈভব মোর দুষ্ট দুর্য্যোধন । পূর্ণিমার চন্দ্ৰ যেন হাতেতে পাইল ॥ শকুনির সহ যুক্তি করিয়া দারুণ ॥ আলিঙ্গিয় শিরে চুম্বি কান্দে অবিশ্রাম । কপট পাশায় জিনি সর্ববস্ব লইল । গুই পায়ে ধরি কৃষ্ণ করেন প্রণাম ॥ নিয়ম করিয়া বনবাসে পাঠাইল ॥ :াদ্য অর্ঘ্য আনি কুন্তী দিল সেইক্ষণে । যে নিয়ম করে পুত্র সবার অগ্ৰেতে । সাইল গোবিন্দেবে কুশের আসনে ॥ তাহাতে হইল মুক্ত ধৰ্ম্মবল হতে ॥ গাবিন্দের আগে কুন্তী কান্দে উচ্চৈঃস্বরে । তপস্বীর বেশ ধরি মম পুত্ৰগণ । মম সম ভাগ্যহীন নাহিক সংসারে ॥ দ্বাদশ বৎসর বনে করিল ভ্রমণ ॥ ইজিন্ম দুঃখেতে মম দহিল শরীর । এক সম্বৎসর অজ্ঞাতে কাটাইল । এত কষ্টে পাপ আত্মা না হয় বাহির ॥ এত কষ্ট দিয়া তবু দয়া না জন্মিল ॥ শিশুপুত্র রাখি স্বামী স্বৰ্গবাসে গেল । সম্প্রীতে ছাড়িয়া রাজ্য পাপিষ্ঠ না দিল । পুত্ৰগণে এত কষ্ট চক্ষে না দেখিল ৷ যুদ্ধ করি মারিবেক এই সে হইল ॥ ভাগ্যবতী সঙ্গে গেল মদ্রের নন্দিনী । যুদ্ধ করিবারে চাহে মোর পুত্ৰ সনে । মমি সঙ্গে না গেলাম অধম পাপিনী ॥ না জানি কপালে কিবা আছয়ে লিখনে ॥ পরিণ পাপিষ্ঠ খল রাজা দুৰ্য্যোধন । এতেক বলিতে শোক বাড়িল অপার । 3র বারে যত দুঃখ দিলেক দুৰ্জ্জন ॥ উচ্চৈঃস্বরে কান্দে কুন্তী করি হাহাকার ॥

  • পাওয়াল ভীমে মারিবার তরে। * হতে রক্ষা পাইলেক বৃকোদরে ॥ সমস্তরে কপটতা করি পাপমতি । শনিগৃহ করি দিল করিবারে স্থিতি ॥

——