পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদ্যোগপৰ্ব্ব । ] শ্ৰীমন্মহামল্লিক এষ ভাতি, গোমায়ুৱাৰী দ্বিভুজো জটেীঘঃ । ৫৩৫ মরক্তে নৃসিংহরূপ দৈত্যবিনাশক । নমস্তে প্ৰহলাদ প্রতি রুপা-প্রকাশক । নমস্তে বামনরূপ বলিদ্বারে দ্বারী । বসুদেব নমো জয় নমস্তে মুরারি ॥ gবঘ্যতি অবতার নমো বৌদ্ধকায় । নমঃ কল্কি অবতার স্লেচ্ছবিনাশয় ॥ :ক জানি তোমার স্তুতি আমি হীনজ্ঞান । হল শিব আদি র্যারে সদা করে ধ্যান ॥ তুমি সে প্রকৃতিপর দেব নিরঞ্জন । অক্টোরপে সৰ্ব্বভুতে তোমার গমন ॥ শস্টের পালন কর দুষ্টের সংহর । এই হেতু জগৎপতি নাম যে তোমার ॥ কে বলিতে পারে তব গুণ অগোচর । তোমার মহিমা বেদ শাস্ত্রের উপর ॥ এরূপে বিদুর করে নানাবিধ স্তুতি । প্রসর হইয়। তারে কহেন শ্ৰীপতি । পরম মহৎ তুমি সংসার ভিতরে । তৰ তুল্য ধৰ্ম্মশীল নাহি চরাচরে ॥ ভক্তবশ আমি থাকি ভক্তের অধীনে । অপক নাহিক প্রীতি ভক্তজন বিনে ॥ মরুতুল্য রত্ন যে অভক্ত জন দেয় । উপতে আমার তুষ্টি কিঞ্চিৎ না হয় ॥ স্বল্প বস্তু দেয় যদি ভক্তি পুরস্কারে । গুগতে যতেক তুষ্টি কে কহিতে পারে ॥ আইরির মহবাক্য বিদুর শুনিল । প্ৰত অঙ্গ পুলকিত কহিতে লাগিল ॥ কি দিয়া করিব তুষ্ট আমি অভাজন । *পনার গুণে কৃপা কর নারায়ণ ॥ *'র অধীন তুমি দয়ার সাগর । * করি পদছায়৷ দেহ গদাধর । *ইরের স্তবে তুষ্ট হয়ে নারায়ণ । કોરું: কহেন পুনঃ কপট বচন ॥ *3র সে সব কথা হইবে পশ্চাতে । "তি কাতর আমি অত্যন্ত ক্ষুধাতে ॥ 3বতে কাহার কবে পুরিল উদর । * খনৰ মান কিছু জুড়াক অন্তর ॥ f i স্নান করি বসিয়াছি বিনা জলপানে । যে কিছু আছয়ে শীঘ্ৰ আন এইখানে। শুনিয়া বিদুর গৃহে করিল প্রবেশ । তণ্ডুলের খুদমাত্র আছে অবশেষ ॥ তাহা আনি দিল পদাবতি পদ্ম করে । পদ্মা সহ পদ্মাপতি বান্ধিল অন্তরে ॥ সন্তুষ্ট হইয়া কৃষ্ণ করেন ভক্ষণ । বিছর লজ্জিত হয়ে না মেলে নয়ন ॥ পুনশ্চ বিছর কহে দব দামোদরে । আজ্ঞা কর যাই আমি ভিক্ষা অনুসারে ॥ নগরে যে পাই ভিক্ষ অতিরিক্ত নয় । এত শুনি হাসি কয় দৈবকাতনয় ॥ ভিক্ষার কারণ বহু কৈলে পৰ্য্যটন । পুনঃ যাবে ভিক্ষণতে ন রুচে মম মন ॥ যে কিছু পাইলে তাই করহ রন্ধন । , সবে মেলি বাটিয়া তা করিব ভক্ষণ । শুনিয়া বিছর আঁঙ্গ দিলেন কুন্তীরে । রন্ধন করিয়া কুন্তী দিলেন সম্বরে ॥ সাত্যকি সহিত কঞ্চ বিছরের বাসে । .েভাজনান্তে আচমন করিলেন শেষে । ভাস্কুল নাহিক আনি দিল হরিতকা । ভক্ষণ করিয়া কৃষ্ণ পরম কৌতুকা ॥ বিছর সাতকি আর দেব নারায়ণ । ইষ্ট সলপিনে করিলেন জাগরণ ॥ বিস্তুর বলেন দেব কর অবপান । কি হেতু হস্তিনাপুরে লোমার প্রয়fণ { পাণ্ডবের দৃত হয়ে এলে অভিপ্রায়ে । ধৰ্ম্মনীতি বুঝাইতে গাঙ্গfর: তনয়ে ॥ তব ব:লন্য ন। রাগিবে কহু ব্যেfধন । সম্প্রীত ছাড়িয়া র: দিলে জর্জন ॥ গোবিন্দ বলেন ।iহ কহিলে প্রমাণ । না করিবে সম্প্রীতে স পা গুব সম্মান ॥ তথাপিও লে’কধৰ্ম্মে তাঁরবার তরে । , ধৰ্ম্ম-আত্ম যুধিষ্ঠির পাঠাইল মোরে । পঞ্চ ভাই জন্যে মাগি লব পঞ্চগ্রাম । । এই হেতু আসিলাম ছৰ্য্যোধন ধাম ॥