পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ ○b ੇ ভাঙ্গিয় পড়ে পৃথি যদি ভাসে। দনকর তেজে যদি সপ্তসিন্ধু শোষে ॥ ইন্দ্র আদি দেব যদি তব পক্ষ হয় । জনিতে নারিবে তবু পাণ্ডুর তনয় ॥ অপরাধ যে করিলে পাণ্ডব সদনে । বিনয় করিয়া দোষ খণ্ডাও এক্ষণে ॥ " গলায় কুঠার বান্ধি দন্তে তৃণ করি । শীঘ্ৰগতি যাও যথা ধৰ্ম্ম অধিকারী ॥ যত ধন রাজ্য নিলে জিনিয়া পাশাতে । তাহার দ্বিগুণ করি দেহ ত সাক্ষাতে ॥ ইন্দ্রপ্রস্থে ধৰ্ম্ম আনি অভিষেক কর । এই কৰ্ম্মে তব হিত দেখি কুরুবর ॥ এতেক নারদ মুনি বলিল বচন । বলিল পরশুরাম জানিয়া কারণ ॥ ব্যাস বুঝাইল কত না শুনিল কাণে । পৌলস্ত্য যে বুঝাইল বেদের বিধানে ॥ অনন্তরে বুঝাইল যত সভাজন ॥ কার’ বাক্য না শুনিল গান্ধারীনন্দন ॥ অদৃষ্ট মানিয়া তবে ধৃতরাষ্ট্র বলে । কালেতে কুবুদ্ধি ফল দুৰ্য্যোধনে ফলে ॥ সে কারণে কার’ বাক্য না শুনে শ্রবণে । এত শুনি মৌন হয়ে রহে সভাজনে ॥ অদৃষ্ট মানিয়া তবে অম্বিকানন্দন । নিশ্বাস ছাড়িয়৷ হেট করিল বদন ॥ পুনরপি হাস্যমুখে বলে নারায়ণ । জানিলাম দুৰ্য্যোধন তোমার যে মন ॥ অবশেষে বলিলেন যদুবংশপতি । কহি অবধানে শুন কুরুবংশপতি ॥ অৰ্দ্ধ রাজ্য ছাড়ি যদি না দিবে রাজন। তোমার অধীন হৈল পাণ্ডুপুত্ৰগণ ॥ পঞ্চ গ্রাম ছাড়ি দেহ পঞ্চ পাণ্ডবকে । সকল পৃথিবী ভোগ তুমি কর মুখে ॥ ইন্দ্রপ্রস্থ বারণাবত আর কুশস্থল । পাণ্ডব নগর আর সিদ্ধি গ্রামবল ৷ এই পঞ্চগ্রাম ছাড়ি দেহ পাণ্ডবেরে । দ্বন্দ্বে কাৰ্য্য নাহি রাজা কহিনু তোমারে ॥ ষষ্টিঃ সক্রোধনেত্রঃ কপিলাক্ষকেশঃ। [ মহাভারত। পঞ্চ গ্রাম দিয়া শান্ত কর পঞ্চ জন _ি পৌরুষ বৈভব যদি চিন্তহ রাজন ॥ উভয় কুলের আমি সদা চিন্তি হিত। মম বাক্যে পাণ্ডুপুত্রে করহ সংপ্ৰীত । বনে বনে ভ্ৰমে পাণ্ডবেরা পঞ্চজন । বলহীন কিছুমাত্র ধরয়ে জীবন-1 যুদ্ধে অসমর্থ তারা নারিবে জিনিতে । না হয় উচিত জ্ঞাতি হনন করিতে ॥ জ্ঞাতিবধ মহাপাপ সৰ্ব্বশাস্ত্রে গণি । সে কারণে উপেক্ষা না কর নৃপমণি ॥ এতেক বলিল যদি দেব জগৎপতি । মহাক্রোধ চিত্তে কহিছেন কুরুপতি ॥ মহাক্রোধ নিবারিয়া উঠে সভা হতে । গোবিন্দে চাহিয়া তবে লাগিল কহিতে ॥ তীক্ষ সূচি অগ্রদেশে ধরে যত ভূমি। বিনা যুদ্ধে পাগুবেরে নাহি দিব আমি ৷ প্রতিজ্ঞা করিনু আমি না হবে খণ্ডন । পশ্চিমে উদয় যদি হয় ত তপন ॥ আকাশ পড়য়ে ভূমে পৃথি জলে ভাসে। দিনকর তেজে যদি সপ্তসিন্ধু শোষে । যোগী যোগ ত্যজে ধ্যান ত্যজে পঞ্চানন | গায়ত্ৰীবিহীন যদি হয় দ্বিজগণ ॥ তথাপি প্রতিজ্ঞ মম না হবে খণ্ডন । পাণ্ডবেরে ছাড়িয়া না দিব রাজ্যধন ॥ এত শুনি মৌনী হ’য়ে রহে লক্ষীপতি । বলেন ক্ষণেক পরে ধৃতরাষ্ট্র প্রতি ॥ দূত হয়ে আসিলাম দুই কুল হিতে । শুনিমু অস্তুত কথা বিদুর মুখেতে ॥ কোন দোষ করিলাম শুনহ রাজন । তামারে বান্ধিতে চাহে তোমার নন্দন | কে কারে বান্ধিতে পারে দেখ বিদ্যমানে | ক্ষমা করি শুধু মাত্র চাহি তোমা পাণে " ক্ষুদ্র মৃগে মারে যথা কেশরী প্রচণ্ড । নাগেরে গরুড় যথা করে খণ্ড খণ্ড । সেইরূপ দেখি আমি যত কুরুগণে । মুহূর্তে মারিতে পারি যদি করি মনে ।