পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

G 8Հ সান্থাইয়া পৃথিবীরে বলিল বচন । অচিরাৎ তব দুঃখ হইবে মোচন ॥ প্রত্যক্ষ হইয়া প্রভু কহিল আমারে । অবতার হয়ে সব মারিব অম্বরে ॥ অচিরাং তব ভার করিব মোচন । যুগে যুগে অবতার হয়ে নারায়ণ ॥ শুনিয়া পৃথিবী হৈলা আনন্দিতা মনে । প্রণমি ব্ৰহ্মারে তবে গেল নিজ স্থানে ॥ অঙ্গীকার পালিবারে দেব দামোদর । প্রথমে ধরেন প্রভু মৎস্ত-কলেবর ॥ বেদ উদ্ধারিয়া হয়গ্ৰীব বিনাশন। তৎপরে বরাহমূৰ্ত্তি ধরি নারায়ণ ॥ ধরণী উদ্ধারি মারি হিরণ্যাক্ষ বীরে । নৃসিংহাবতার হইলেন অতঃপরে ॥ হিরণ্যকশিপু দৈত্যে করেন নিধন । অনন্তরে কূৰ্ম্মরূপ হন নারায়ণ ॥ মন্দর ধরিয়া করি সমুদ্র মন্থন । নারীরূপে করিলেন অস্থর মোহন ॥ ধরিয়া বামনরূপ দেব তার পর । বলির মত্তত নাশিলেন দামোদর ॥ নাগপাশে বান্ধি তীরে রাখি রসাতলে । নিজ অধিকার দেন যত দিকৃপালে ॥ সত্যযুগে হইলেন এই অবতার। অস্তরের অহঙ্কার হৈল ছারখার ॥ ত্রেতাযুগে ক্ষত্রে সব পৃথিবী পূরিল। ভূগুবংশে তার অংশে অবতার হৈল ॥ পৃথিবীর ক্ষত্রগণ করিল সংহার। রামরূপে পুনরপি হৈল অবতার ॥ দারুণ রাক্ষস মারিলেন দশাননে । কৃষ্ণ অবতার প্রভু হ’লেন এক্ষণে ॥ বকাস্থর কংস আর পুতনা রক্ষিসী । জরাসন্ধ রাজা আর শিশুপাল কেশী ॥ অবহেলে বধিলেন এ সব অস্বরে । অবশেষ ষত মারিবেন সবাকারে ॥ বিশ্বের কারণ সেই পালন স্বজন । যেই স্বজে সেই পালে করে সম্বরণ a মুণ্ডমালাৰ্বতাঙ্গী, ঘণ্টা খট্রাঙ্গ পাশং করযুগবিধৃত । [ भशंखांब्रड। -- তার বশ দেখ এই এ তিন ভুবন । ভেদবুদ্ধি করাবার তিনিই কারণ ॥ র্তাহার বিষম মায়া কে বুঝিতে পারে। অন্যের বাড়ান ক্রোধ অন্তেরে সংহারে অদৃষ্টে যাহার যেই আছয়ে লিখন । বিধাতার শক্তি নাহি করিতে খণ্ডন ॥ পৃথিবীর ক্ষত্র নাশ হুইবে অবশ্ব । চিত্তে ক্ষম৷ দেহ রাজা শুনহ রহস্য । যদুবংশে দেখ যত যত ক্ষত্ৰগণ । অন্ত্যে অস্তে ভেদ করি হইবে নিধন ॥ দ্বাপর যুগের রাজা হৈল অবশেষ । ক্ষত্রে ক্ষয় হ’তে হবে জানিলু বিশেষ । ভবিষ্যত অবতার হবে কলিশেষে । যদুকুল নিরমুল হবে অবশেষে ॥ এ সব জানিয়া সবে ধৰ্ম্মে দেহ মন । পরলোক হেতু চিন্ত ঈশ্বর-চরণ । নানা যজ্ঞ ধৰ্ম্ম কৰ্ম্ম কর অবিরত । এ বিন উপায় নাহি কহিনু নিশ্চিত | এত বলি সনৎস্থজাত সে তপোধন । আপন আশ্রম প্রতি করিল গমন ॥ চিত্তেতে প্রবোধ পেয়ে অন্ধ নরপতি । ক্ষমা দিয়া মৌনভাবে রহে মহামতি ! বিদুর চলিয়া গেল আপন ভবন । কহিলাম মহারাজ কথা পুরাতন ॥ মহাভারতের কথা অমৃত-লহর । কাশী কহে শুনিলে তরয়ে ভববারি। শুনিলে অধৰ্ম্ম খণ্ডে পরলোকে তরে } অবহেলে শুনে যেন সকল সংসারে | পাণ্ডব সভায় খ্রীকৃষ্ণের আগমন ও গ’ পাণ্ডবদের কুরুক্ষেত্রে গমন । মুনি বলে অবধান শুনহ রাজন। সভা করি বসিয়াছে ভাই পঞ্চজন । হেনকালে উপনীত হন নারায়ণ । কৃষ্ণে দেখি সন্ত্রমে উঠেন পঞ্চজন ।