পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জয়পৰ্ব্ব । ] বামে শিবস্বরূপস্তং কল্পিতং বলৎকুপকৰ্ম্ম । Фа 9 aমত অবজ্ঞা কি তোমার প্রাপে সহে । উপেক্ষিল তোমাকে এ ক্ষত্রধৰ্ম্ম নহে ॥ areবের দলে এস বুঝি নিজ হিত । অবশ্য পাণ্ডবে তোমা করিবে পূজিত ॥ রুকের বচন শুনি বলে বৈকৰ্ত্তন । gরাধন কাৰ্য্য আমি করি প্রাণপণ ॥ গোবিন্দ, যাবৎ কণ্ঠে রহিবে জীবন। ধ্যাধনে না ছাড়িব আমি কদাচন ॥ চোভারতের কথা অমৃত-সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ৷ প্রথম দিনের যুদ্ধারম্ভ । বলেন বৈশম্পায়ন শুন জন্মেজয় । সৈন্য কোলাহল যেন সমুদ্র প্রলয় ॥ দুই দলে শঙ্খনাদ সিংহনাদ ধ্বনি । গ্র হইলেন যত রথী নৃপমণি ॥ অৰ্জুনরে কছিলেন দেব নারায়ণ । to: সহিত আজি তুমি কর রণ ॥ তবে ভীষ্ম মহাবীর শান্তনুনন্দন । জৰ্জ্জুন সম্মুখে এল করিবারে রণ ॥ পিতামহে প্রণাম করিল ধনঞ্জয় । কল্যাণ করেন ভীষ্ম বলি হ’ক জয় ॥ ইণসজ্জা বিভূষিত দেখি ভীষ্মধরে । বিজয় বিনয়ে তারে জিজ্ঞাপেন ধীরে ॥ কেনি হেতু যুদ্ধসজ্জা দেখি মহাশয় । তোমার সমান কুরু পাণ্ডুর তনয় ॥ টুর্য্যাধন সাহায্য করিতে তব মন । ধি যুদ্ধ করিলে না করি নিবারণ ॥ "য বলিলেন পার্থ কছিল। প্রমাণ । অধৰ্ম আছে হেন না করিব আন ॥ "বন্দেরে বলিলেন শান্তনুনন্দন। 'থি হইলে প্ৰভু ভক্তের কারণ ॥ গণ মারিলেন অর্জন উপর ॥ গাণ্ডীব লইয়া করে বীর ধনঞ্জয় । গাঙ্গেয়ের বাণ কাটি করিলেন ক্ষয় ॥ পুনঃ ভীষ্ম দশ অস্ত্র করিল সন্ধান । সে অস্ত্রও কাটিলেন ইন্দ্রের সন্তান ॥ ভীমসেন সহ যুঝে রাজা দুর্য্যোধন। দোহে মহাব র্য্যবন্ত দোহে পরাক্রম ॥ সাত্যকি সহিত কৃতবৰ্ম্মা করে রণ । সোমদত্ত সহ যুঝে বিরাটনন্দন । দ্রোণ ধৃষ্টদ্যুম্বে যুদ্ধ অতি ঘোরতর । ! কাশীরাজ সহ কৃপাচার্য্যের সমর । ভগদত্ত সহ যুঝে পাঞ্চাল রাজন । বিরাটের সহ ভুরিশ্রব করে রণ ॥ শশীবিন্দ সহ যুঝে শিখণ্ড দুৰ্জ্জয় । অলম্বুষ সহ যুঝে ভীমের তনয় ॥ অভিমনু্য কর্ণে বাধে অতি মহারণ । র্দোহে মহাধনুৰ্দ্ধর মহাপরাক্রম ॥ সহদেব দু-মুখে হইল বড় রণ । আকাশ যুড়িয়া করে বাণ বরিষণ ॥ দুঃশাসন নকুলে হইল ঘোর রণ । বরিষার মেঘ যেন বরিষে সঘন ॥ মদ্ররাজ সহিত যুঝেন যুধিষ্ঠির । দোহে বড় বার্য্যবন্ত রণে অতি স্থির ॥ শকুনি সহিত রণ করে চেকিতান । শূরসেন কলিঙ্গেতে হইল সমান ॥ শল্যরাজ এক বাণ করিল সন্ধান । ধৰ্ম্মের হাতের ধনু করে গান খান ॥ ধৰ্ম্মরাজ অন্য ধনু পরিলেন করে । থাক থাক বাল ব্যাপ্ত করিলেন শরে ॥ অস্ত্র দ্বারা নিবরিল মন্দ্র অধিকারী । র্দোহে সমশর কেহ জিনিতে ন পারি ॥ ধৃষ্টদ্যুম্ন সহ যুদ্ধ করে দ্রোণবীর। কাটিয়া ধনুক ৰ্তার ভেদিল শরীর ॥ আর ধনু ল’য়ে ধৃষ্টদ্যুম্ব করে রণ। দুই বারে মহাযুদ্ধ ঘোর দরশন ॥ সোমদত্ত সহ যুদ্ধ ধৃষ্টকেতু করে । অন্ধকারমস্থ সব উভয়ের শরে ॥