পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

i উীয়পৰ্ব্ব । | দস্তক্রোধে মহাবীর গঙ্গার নন্দন । nagরামের অস্ত্র করিল ক্ষেপণ ॥ লোক কম্পমান দেখি অস্ত্রবর। পদক অন্ধকার কাপে চরাচর । সন্ধিয়া হইল ব্যস্ত প্রভু নারায়ণ । নেরে বললেন কোমল বচন ॥ সুবরণ কর অস্ত্র হইল প্রলয় । ছে সব সৈন্য আজি মজিল নিশ্চয় ॥ gন পার্থ ইন্দ্র অস্ত্র পূরিল সন্ধান । দুপথে কাটিলেল করি খান খান ॥ tাকাশেত প্রশংসা করিল দেবগণ । ধু মহাবীর পার্থ ইন্দ্রের নন্দন ॥ বে পার্থ দিব্য অস্ত্র করেন সন্ধান । ণে নিবারিল তাহা শান্তনু-নন্দন ॥ ইজন সুশিক্ষিত মহাপরাক্রম । কহু কারে জিনিতে না পারে কদাচন ॥ tাহাকার ছিদ্র দোহে খুজিয়া বেড়ায় । পায় সন্ধান দোহে সমরে দুর্জয় ॥ নিকালে ভীম মহা বিক্রম করিল । নেক কৌরব সৈন্য রণে বিনাশিল ॥ হে পেখি দ্রোণাচাৰ্য্য ক্রোধাবিষ্ট মন । fর্মলেন ভীমোপরি বাণ বরিষণ ॥ ণে বাণ নিবারিল বীর বৃকোদর। লয় হইল যুদ্ধ মহাভয়ঙ্করJ { ছাড়ি গদা ধরি করে | ংির দেখেন তাহা অর্জুন আপনি ॥ ಇ পেয়ে গঙ্গার কুমার । দশ সহস্ৰেক করিল সংহার ॥ মারি দপ করি জয় শব্দ দিল । খি দিনের যুদ্ধ সমাপ্ত হইল ॥ . পণ্ডিব গেল আপনার স্থান । রাম দাস কহে শুনে পুণ্যবান ॥ डौिँोम्न দিনের যুদ্ধ । েির গেলেন যুধিষ্ঠির মহাশয়। ণ ছাড়ি সবে বসিল সভায় । , নরদেহ সমাবদ্ধ কুণ্ডলশ্রুতিমণ্ডিতাম্। ☾☾Ꮌ ভীম পরাক্রম সব বাখানে বিস্তর। দশ সহস্ৰ মহারথী দিল যমঘর ॥ না হয় নিমিষ পূর্ণ অবসর পায় । রাখিল প্রতিজ্ঞা নিজ গঙ্গার তনয় ॥ ধৰ্ম্ম বলিলেন হরি করি নিবেদন । বড়ই দুষ্কর পিতামহ সনে রণ ॥ হেন বীর সহ আর কে করিবে রণ কিরূপে হইবে জয় কহু নারায়ণ । শ্ৰীহরি কছেন রাজা চিন্তা নাহি মনে । কালি সেনাপতি কর বিরাট-মন্দনে ॥ অৰ্জ্জুন করিবে কুরুসৈন্তের সংহার। শুনিয়া বিস্মিত অতি ধৰ্ম্মর কুমার ॥ এতেক বলিয়া হরি বুঝাইল র্তারে । লাগিলেন কহিতে বিরাট নৃপতিরে ॥ কালি সেনাপতি কর শঙ্খ মহাবারে । কৌরবের সেনাগণ মারিবে অচিরে ॥ শুনিয়া বিরাট বড় সানন্দ হইল । কৃতাঞ্জলি হ’য়ে স্তব করিতে লাগিল ॥ মম পূৰ্ব্বজন্ম ভাগ্য না যায় কথন । হেন যুদ্ধে সেনাপতি আমার নন্দন ॥ তবে রাজা শস্থে আনি অভিষেক করে । আনন্দিত হইল পাণ্ডব নরেশ্বরে ॥ করযোড়ে বলিলেন শস্থ ধনুৰ্দ্ধর । এক নিবেদন করি শুন গদাধর ॥ অনুগ্রহ কfর মোরে কৈলে সেনাপতি । ভীষ্ম সহ যুঝ হেন নাহিক সারথি । সারথি অভাবে রণ নহেত শোভন । ইহার উপায় আজ্ঞা কর নারায়ণ ॥ তবে হরি সত্যফিরে বলেন স ত্বর । আপনি সারথি হও শুন বীরবর } শুনিয়া সাত্যকি বীর করিল স্বীকার । প্রভাতে সমরে সবে করে আ! গুসার ॥ দুই দলে বাদ্য বাজে মহাকোলাহল । প্রলয়কালেতে যেন সমুদ্র-কপ্লোস ॥ দুই দলে মিশামিশি হৈল মহfরণ । কার শক্তি আছে হেন করিতে বর্ণন ॥