পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভয়পৰ্ব্ব । ] —স্থিতাং,বেদৈৰ্ব্বাহুদণ্ডেরসিখেটক পাশাঙ্কুশধরাং । ○ bペ) ড়িল করি ভীষ্মস্থানে আনি পঞ্চবাণ । ভৱিষ্ট ঘুচিবে হবে সবার কল্যাণ ॥ যুধিষ্ঠির বলিলেন হইয়া বিস্ময় । ভুল করি কিরূপে আনিবা মহাশয় ॥ কুষ্ণু কহিলেন শুন ধর্মের নন্দন । ক:ম্যবনে যখন আছিল৷ পঞ্চজন ॥ লুথে তুৰ্য্যোধন শুনি সমাচার । মন্ত্রিগণ সহ করিল বিচার ॥ দেখাইতে ঐশ্বৰ্য্য করিল আগমন । সৰ্ব্ব সৈন্য সাজিলেক বিনা ভীষ্ম দ্ৰোণ ॥ করিতে প্রভাসে স্নান দিলেক ঘোষণা । সবান্ধবে চলে আর যত পুরজন ॥ তামার অমান্ত করি প্রভাসেতে গেল । চিত্ররথ পুষ্পোদ্যান তথায় ভাঙ্গিল ॥ শুনি ক্রোধে আইল গন্ধৰ্ব্ব বীরবর । দুৰ্য্যোধন সহ তার হইল সমর ॥ কৰ্ণ আদি যত যোদ্ধা রণে ভঙ্গ দিল । গণ সহিত দুর্য্যোধনেরে বান্ধিল ॥ .প্রমণীর মুখে বার্তা করিয়া শ্রবণ । অৰ্জুনেরে পাঠাইয়া করিলা মোচন ॥ তুষ্ট হয়ে পার্থেরে বলিল দুর্য্যোধন । মম স্থানে চাহি লহ যাহা তব মন ৷ পথ বলিলেন এবে নাহি মম কাজ । সময় হইলে লব শুন কুরুরাজ ॥ সেই সত্য হেতু আজি তথাকারে যাব । ইল করি নিজ কাৰ্য্য উদ্ধার করিব ॥ এতেক বলিয়। হরি পার্থ দুই জন । শীঘ্ৰগতি চলিলেন যথা দুৰ্য্যোধন ॥ শ্ৰীহরি বলেন আমি থাকিব বাহিরে । তুমি গিয়া মুকুট আনহু মাগি বীরে ॥ মুকুট মস্তকে দিয়া যাহ ভীষ্ম যথা । *র মাগি আনহ ঘুচুক মনোব্যথা ॥ শুনিয়া চলিল পার্থ অতি শীঘ্রতর। গিয়া দ্বারা জানাইল নৃপতি গোচর ॥ শুনি রাজা দুৰ্য্যোধন ত্বরিত ডাকিল । অন্তঃপুরে দিবাসনে পার্থে বসাইল। o 夺 o, 帝 帝

  1. "

জিজ্ঞাসিল কি হেতু তোমার আগমন । যে বাঞ্ছা তোমার তাহা করিব পূরণ ॥ অৰ্জুন বলেন রাজা পূৰ্ব্ব অঙ্গীকার । মুকুট আমারে দিয়া সত্যে হও পার ॥ শুনি দুৰ্য্যোধন নাহি বিলম্ব করিল। মাথার মৃকুট আনি ধনঞ্জয়ে দিল ॥ মুকুট পাইয়া বার হরষিত মন । তথা হৈতে চলিলেন ভীষ্মের সদন ॥ মুকুট শিরেতে বান্ধি উপনীত পার্থ। দেখি ভীষ্ম সমাদর করিল যথার্থ ॥ ভীষ্ম কহে কহ শুনি রাজা দুৰ্য্যোধন । এত রাত্রে কি জন্য হেথায় আগমন ॥ পার্থ বলিলেন দেহ মহাকাল শর । স্বহস্তে পাণ্ডবে বধি জিনিব সমর ॥ হাসি গঙ্গাপুত্র শর দিল সেইক্ষণে । নিলেন অর্জুন তাহ হরষিত মনে { হেনকালে শ্রীহরি দিলেন দরশন । দেখি ভীষ্ম জানিলেন সকল কারণ ॥ ক্লঞ্চ প্রতি বলিছেন শান্তনু-কুমার । কি হেতু প্রতিজ্ঞা ভঙ্গ করিলে আমার ! শিব সনকাদি তব না জানে মহিমা । দেবগণ মুনিগণ দিতে নারে সীম। ॥ অগিল ব্রহ্মাণ্ডেশ্বর জগতের পতি । আপনি হইলা তুমি পাণ্ডব-সারথি । আমার প্রতিজ্ঞ ভাঙ্গি রাখিলে পাণ্ডবে । তামার প্রতিজ্ঞ কালি ভাঙ্গিব আহবে ॥ সাত্তন করিয় ভাস্থে দেবকী-নন্দন । অস্ত্র ল’য়ে দুইজন করেন গমন ॥ পাণ্ডবগণের তাহে আনন্দ হইল । মৃতদেহে যেন হাসি প্রাণ সঞ্চাবিল ॥ মহাভারতের কখ। স্মৃত সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান । অষ্টম দিনের যুদ্ধারস্ত । দুৰ্য্যোধন রাজা শুনি হৈল দুঃখমন । প্রভাতে করিল বার বাহিনী সাজন ॥