পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(tS8 শুনিয়াছি পরশুরামের সহ রণ । দেবের প্রতাপ তব কহে সৰ্ব্বজন ॥ তোমার প্রতাপ সর্বব জগতে বিদিত । সে কারণে তোমা সহ যুঝিব নিশ্চিত ॥ পাণ্ডব-সাহায্য হেতু করি মহারণ । সমরে মারিব তোমা দেখুক সৰ্ব্বজন ॥ সত্য বলিলাম মম নাহি নড়ে বোল । আমার সমরে তব মৃত্যু দিল কোল ॥ শিখণ্ডীকে কহে ভীষ্ম মনেতে কৌতুকী । যদি মৃত্যু হয় তবু তোমাকে উপেক্ষি ॥ স্ত্রীজাতি শিখণ্ডী তোরে বিধাত স্বজিল । দৈবের বিপাকে তোরে পাণ্ডব পাইল ॥ শরীর কাটিয়া যদি পড়ে ভূমিতলে । তোরে দেখি অস্ত্র না ধরিব কোন’কালে । শুনি ক্রোধে শিখওঁী লইল ধনুৰ্ব্বাণ । মারিলেন ভীষ্মোপরি পূরিয়া সন্ধান ॥ শত শত বাণ মারে বাছিয়া বাছিয় । অর্জন শিখান তাকে বহু বুঝাইয়া ॥ শিখণ্ডী এড়েন বাণ হইয়া নির্ভয় । সহস্ৰেক বাণে বিন্ধে ভীষ্মের হৃদয় ॥ নাহিক সভ্রম তীয় না জানে বেদন । মৃগীর প্রহারে যেন গজেন্দ্রের মন ॥ হাসিয়া অৰ্জুন হাতে লইলেক ধনু । পঞ্চবিংশ বাণে র্তার বিন্ধিলেন তনু ॥ শত লক্ষ বাণ মারিলেন একেবারে । ভীষ্মের কবচ ভেদি রক্ত পড়ে ধারে ॥ " অর্জনের বাণ সব অগ্নি সম ছুটে । ভীষ্মের শরীরে যেন বজ্রসম ফুটে । গঙ্গার নন্দন বিচারিল মনে মন । এই অস্ত্র শিখণ্ডীর না হয় কখন ॥ শিখণ্ডী পশ্চাতে থাকি পার্থ ধনুৰ্দ্ধর । আমারে মারিছে বাণ তীক্ষ্ণ তীক্ষ শর ॥ এত চিন্তি হরির চর’, ধ্যান করি । উচ্চরব করিলেন শ্ৰীহরি শ্ৰীহরি ॥ বাণাঘাতে শরীর কম্পিত ঘনে ঘন । শিশির কালেতে যেন কম্পয়ে গোধন ॥ ভুবনেশ্বরীর ধ্যান—উদদিনকর্যুতিমিন্দু মহাভারত। ধনঞ্জয় আপনার অস্ত্র বরিষণে । | রোমে রোমে বিন্ধিলেন গঙ্গার নন্দনে ॥ সৰ্ব্বাঙ্গ ভেদিল অঙ্গে স্থান নাহি আর । সৰ্ব্বাঙ্গ বহিয়া পড়ে শোণিতের ধার ॥ তবে পার্থ দিব্য অস্ত্র নিলেন তখন । পিতামহ বক্ষঃস্থলে করেন ঘাতন ॥ বাণাঘাতে মহাবীর হয়ে হীনবল । রথের উপর হৈতে পড়ে ভূমিতল ॥ শিয়র করিয়া পূৰ্ব্বে পড়িল সে বীর। আকাশ হইতে যেন খসিল মিহির । ভূমি নাহি স্পর্শে অঙ্গ শরের উপর। হেনমতে শরশয্যা নিল বীরবর ॥ দেখিয়া কৌরবগণ হাহাকার ক’রে । সংগ্রাম ত্যজিয়া সবে আসে দেখিবারে ॥ দুৰ্য্যোধন মহারাজ শোকাকুল হ’য়ে । রথ ত্যজি মহাবীর আইল ধাইয়ে ॥ দ্রোণ কৃপ অশ্বথাম আদি বীরগণ । রণ ত্যজি ধায় সবে শোকাকুল মন ॥ বিলাপ করিয়া কান্দে রাজা দুর্য্যোধন। | উঠ পিতামহ, পার্থ সহ কর রণ ॥ স্বয়ম্বরে জিনি ভ্রাতৃগণে বিভা দিলা । পরশুরামেরে তুমি রণে পরাজিল ॥ বাহুবলে ক্ষত্ৰগণে কৈলে পরাজয় । তোমার নামেতে স্বরাষ্ট্রর কম্প হয় ॥ বড় সাধ আমার আছিল মনে মন । পাণ্ডবে জিনিয়া পাব সব রাজ্যধন ॥ তাহে বিপরীত হেন বিধাতা হইল । স্বমেরু পর্বত যেন শৃগালে লঙ্ঘিল । তোমার পৌরষ যত ত্রিভুবনে ঘোষে । সমরে পড়িলে তুমি মম কৰ্ম্মদোষে ॥ হেনমতে বিলাপ করয়ে কুরুরাজ । শোকাকুলে কান্দে যত কোরব-সমাজ ॥ রথ হৈতে নামি তবে ধৰ্ম্মের নন্দন । ভীষ্মে দেখিবারে যান সহ জনাৰ্দ্দন ॥ ভীম ধনঞ্জয় আর মাদ্রীর তনয় । ধৃষ্টদ্যুম্ন সাত্যকি দ্রুপদ মহাশয় ॥ چح يحسد-–